আজ-  ,


সময় শিরোনাম:
«» অবিলম্বে প্রত্যাহারের আহ্বান টিআইবির «» নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি
রোধ ও রেশনিং চালুর দাবি
«» টিআইবি ও আর্টিকেল নাইনটিন এর যৌথ উদ্যোগে  «» কমলগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত; খোলা আকাশের নিচে পরিবার «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা «» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল

মৌলভীবাজার জেলা পুলিশ সিলেট রেঞ্জের সেরা সাফল্য অর্জন

সালেহ আহমদ (স’লিপক):

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারী) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রেঞ্জ পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও নির্বাচনকালীন সময়ে বিশেষ কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।

এছাড়া মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) নির্বাচিত হন।

পাশাপাশি শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করায় বিশেষ পুরস্কার লাভ করেন।