আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মৌলভীবাজার ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

দুরুদ আহমেদ,মৌলভীবাজার রাজনগর উপজেলার ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করে সোমবার (২০ নভেম্বর) ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, বিদেশী প্রসাধনীর নামে নিজেরা ইচ্ছামত দামে প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে, উপজেলা পরিষদের সামনে, মেসার্স রাজু এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, বিদেশী প্রসাধনীর নামে নিজেরা ইচ্ছামত দামে প্রসাধনী বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রল রোড, রাজনগর, নাফিসা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা , নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তির্ণ ময়দা রাখার দায়ে সেন্ট্রল রোড, রাজনগর, মেসার্স সাজ্জাদ ষ্টেশনারী স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। সহযোগীতা ছিলেন রাজনগর উপজেলার সেনিটারী ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা জনাব ফনিভ’ষদেব এবং রাজনগর থানার পুলিশ ফোর্স।