আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে গাঙচিলের আলোচনা সভা ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন «» লন্ডনে ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে এর জার্সি উন্মোচন «» যুবসমাজের ক্রমবর্ধমান মূল্যবোধের অবক্ষয় থেকে উত্তরণে ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই- ইসলামিক যুবফ্রন্টের কাউন্সিলে আল্লামা বাহাদুর শাহ্ «» কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ প্রদান «» খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্যানুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উদযাপন «» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান  

মাহাবুব আহমেদ এর ৩টি কবিতা

মাহাবুব আহমেদ এর ৩টি কবিতা

সূর্যের অদ্ভুত সঙ্গীত: আলোর কাব্য

আলোর ঝরঝরে বাতাসে
বিপুল সৃষ্টির অদ্ভুত স্থানে।
স্বপ্নের বেলা স্বপ্নের রঙে
প্রাণের মৌমাছি নাচে আনন্দে গানে।

চারিদিকে প্রসারিত শ্রীমান
উচ্চতা অতীত অবিরাম বিস্তারে।
সূর্যের আলোর আড়ালে
সমস্ত জীবন মিলে আলোকিত হয়ে দাঁড়ায় আনন্দে।

শুচ্ছ তাপের মধ্যে আমরা
চেনার স্বপ্নের অদ্ভুত অলংকারে।
প্রতিটি সন্ধ্যার অদৃশ্য ক্ষুদ্রবৃত্তে
মানুষের চোখে বাজে সূর্যের আলোর অনন্ত স্রোতে।

উত্তপ্ত প্রকৃতি সূর্য উঠে অনুরাগের ছোঁয়া নিয়ে
সূর্যের আলোর রহস্যময় অনুভূতি।
প্রকৃতির সৌন্দর্যে সমাহিত
জীবনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু নিয়ন্ত্রিত।

অদ্ভুত সূর্যের অধ্যয়ন
বিশ্বের অবিরাম চেতনা নিয়ে যায়।
সূর্যের আলোর মাঝে বিশ্বাস থাকে আঁধার ঢাকা
আলোকিত সূর্যের মাঝে চিরকালের প্রবাহ।।

+++++++++++++++++++++++++++

অজানা স্বপ্নের গভীরে

জলের গভীরে নীতিশীল স্বপ্নের কুঞ্জ
কাকুতি ও মিনতির মাঝে প্রেমের নীরব সুর
আহাজারি আলোয় মেলে গোপন বিচিত্র কেলাস
চুপিচুপি বসন্তের কবিতা লেখা
সাথে নীল রঙ ছুঁয়ে থাকে।

কবির চোখে পড়ে সুখের মাঝে নীলিমা
সৃষ্টির গতিতে পুনর্জন্ম পেতে প্রাণের আলিঙ্গন।
প্রকৃতির সংগীতে নিরুদ্ধ প্রেমের সুর
অজানা পথে চলে মনের রহস্য সবুজ নীল ছায়ায়।

আমার কবিতার পালে লাগলো হাওয়ায়
স্বপ্নের মেলায় অজানা সময়ে মেঘের গর্জন
সুরময় আকাশে সুরঞ্জিত সুর বাজে।
অবিরল পাখির হলুদ ও পৃথিবী সোনালী রঙ ছুঁয়ে
অজানা সময়ে বুকের পাখির গানের মিষ্টি সুর বাজে।

মিছিলে মিলে সবুজ নীল স্বপ্নের ঝর্ণা
মনের সীমানা লেখে সেই বিচারের গান।
অজানা কথা বলে সেই বিলাসিতা
হৃদয়ে ভরে তুমিময় মোহ মায়া
বন্ধু আমার কাব্যের মাধুর্য হয়ে থাকে চিরকাল।।

++++++++++++++++++++++++++++++

মনের আকাশের অবাধ স্বপ্ন

জীবন এক প্রয়াসের সমূহ
এক অজানা ভ্রমণ
চলার সময়ে সৃষ্টি হয় নিতান্ত নতুন গল্প।
আশা আলো মেলে সম্ভ্রান্ত পথে
অধীরে চলা অকল্পিত পথে।

স্বপ্নের নীলাঞ্জনে ভাসে আশা একা জীবনে
আলোয় অন্ধকারে আঁধারে অবিচল সঙ্গী করে।
প্রতিটি চেহারা এক একটি গল্প একটি কবিতা
সবুজ পাহাড় সাদা মেঘ
মনের গহীনে স্বপ্নের অবাধ আবাস।

হাঁরিয়ে যাওয়া সময়ের পথে আঁকা আলোয়ে
আশার মেঘে গুড়িয়ে সময় বাঁধা
অনুভূতির সমুচ্চয়ে সৃষ্টি হয় কবিতা
যেন মনের সাথে এক ভাবনার মিলন।

জীবনের নীল আকাশে প্রাণ উচ্ছ্বাস
স্বপ্নের অশ্রু আলোর পথে প্রবাহিত।
প্রেমের গল্পে ভেসে যাওয়া জীবনে
সব বন্ধুত্বের মিলনে অসীম সুখ।

তবে জীবনের গতিতে এক উদ্দীপনা
স্বপ্নের নক্ষত্র নিরন্তর সংগ্রামে লিপ্ত।
প্রত্যেকের কবিতা প্রত্যেকের গল্প
জীবনের প্রিয়জনের মধ্যে অসীম প্রেমের সৌন্দর্য।

স্বপ্নের কাছাকাছি যেন মিলেমিশে আছে
জীবনের অজানা রহস্য ছুঁয়ে গেছে হৃদয়ে।
আকাশের অসীম মেঘের মধ্যে
স্বপ্নের নক্ষত্রের মাঝে আলোয় সাঁতার কাঁটতে কাঁটতে
তীরে এসে ভিড়ে জীবনের শেষ নৌকায়।।