আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

এস.এম. ইউনুছ এর ৬টি কবিতা

এস.এম. ইউনুছ এর ৬টি কবিতা

বৈষ্ণব

জটা রেখে ফোঁটা দিলে
হবে নাকো বৈষ্ণব।

থাকতে হবে তাহার
ভিতরে আধ্যাত্বিক খবর।

লালন ছিল পাগলবেশে
রাখেনি কেউ তার খবর।

তাহার ভিতর ছিল শুধু
আধ্যাত্বিক খবর।

মরার পরে দলে দলে
এক সাথে সবাই বলে।

লালন কি জাত চিনলামনাতো
এই ভব সংসারে।
২৪-০৪-২০২৪ইং

+++++++++++++++++++

হৃদয়ে গাঁথা

মন খুঁজে তোমাকে
তুমি কি আসবে ফিরে?
জানি তুমি সুখে আছো
ভেবে দেখো কতটুকু সুখ পেয়েছো?
জানি তুমি সব পেয়েছো
দেখতো আর কী আছে বাকি
মনে পরবেই তো তুমিতো জানো
কোথায় কী করেছো।
দেখো না একবার মনে পরে কী না
তুমি এত বেভুলা তো ছিলে না।
ও এখন বুঝিছি সব ভুলে গেছো
এতো সুখ চিত্তে!
ঘুম ভালো হয়তো?
স্বপ্নে পরে কী দেখো?
এখন কী পাখা গজিয়েছে
এই মুল্লুক থেকে অন্য মুল্লুকে উড়ে যাবে?
সেখানেও তো আমাকে পাবে
আমি তো তোমার পথপানে চেয়ে আছি।
আশা করি আসবে ফিরে ঐ দিন অচিরেই
তোমার জল্পনা কল্পনাতে তো
আমার কথাই বেশি।
স্বপ্নের রাজ্যে রাজা ছাড়া কেউ নেই পাশে।
ঘুমের ঘোরে ভাঙ্গলে তুমি বুঝি
আসবে ফিরে তাই না?
আচ্ছা ভোরতো হয়ে গেলো আর কত ঘুমাইবে
সূর্য মামার ডাকে উঠবে বুঝি- তাই হোক
মোরগ ডাকছে আজান দিচ্ছে উঠো উঠো
এবার বাড়ি যাবে
আমি না হয় তোমার দোষমন হয়েই থাকবো।
২২-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++

লিরিক প্রেম

আশা করি আলো পাবো
ডুবে যাই অন্ধকারে
তোমার কথা মনে হলে
ভাসে বুক নয়ন জলে।

আশায় আশায় যায় যে দিন
পাবো তোমায় কোনদিন
তুমি থাকো কতো দূরে
খুঁজি আমি অন্তরে অন্তরে।

তুমি হৃদয়হীন তুমি পাষাণ
তোমার জন্য তবু কাঁন্দে আমার প্রাণ
তাইতো দিতে পারি হাসতে হাসতে জান
তাতে যদি হয় হোক আমার মরণ।

তুমি যদি সুখ পাও
তাতেই আমি মহা সুখি
সুখের রাজ্যে বাস করে
সুখ খুঁজি দিন রজনী।

একদিন ছিলে তুমি
আমার বুকে প্রাণ সজনী
কি কারণে আছো দূরে
কাঁটেনা তো দিন রজনী।
২৩-০৪-২০২৪ইং

+++++++++++++++

নির্দিষ্ট যাহা

না বুঝে ঘেষে বসে ছিলাম ঐ দিন
ভাবিনি আমি এতো গভীরে যাবো
তোমার চলনভঙ্গি আমাকে
বারবার ইশারা দিচ্ছে।

তবু আমি বুঝেও বুঝি না
ভান ধরেছিলাম জানতাম না আমি
তোমার আমার পথ এক
এই কী নিয়তির খেলা?

ইচ্ছেছিলো মামার বাড়ি যাবো
আমিতো ঐ স্টেশনে নেমে যেতাম
কি করে যেনো এতো পথ এলাম
তাও বুঝি নাই।

কিন্তু তোমার চোখ আমাকে
কিছু একটা বলেছে
কি বলেছে তুমি জানো
আমি আর পারছি না।

এবার ভিন্ন পথে যাত্রা
করতেই হবে
বলে বাম পথে পাঁ দিলাম
দেখি ওঁই গ্রামে মামার বাড়ি।

বেলাও কাইত হয়ে গেছে
আমার যেতে হবে
অবেলা পারি ধরেছি
রাততো হবেই।

লাভ কি চিন্তা করে
তোমাকে তো আর পাবো না
আসতে আসতে রাত নয়টা
মামার বাড়ির মজাটা আর নেই।

বাড়ি এসে দেখি তোমাকে
কি করে এ বাড়িতে এলে
বিরাট একটা ভয় কাজ করছে
নানুকে বলতেই হেসে দিলো।

আমার আর বুঝতে বাকি নেই
অনেক বছর পর দেখা
কে জানতো তুমিই সেই স্বপ্না
আমার মনটা তো ঘুরে গিয়েছিলো।

আমার এতো বড় ভুল
বুঝি না কেমন করে হলো
যার জন্য এতোটা বছর
মালা গেঁথেছি নীরবে।

তোমাকে বলছি!
আমাকে ভালোবাসতো?
দুটানা মনে প্রশ্ন কে দিবে উত্তর
বিদাতার ইচ্ছে তাইতো হলো এমন।
২১-০৪-২০২৪ইং

++++++++++++++++++++++

ষোলো আনা

অন্তরকে সাজাও
সমাজকে নয়
মনের সুন্দর-ই
পরকালের সম্বল।
যদি চাও হতে
যেতে হবে পথে
সাজিয়ে রেখেছে
সারি সারি।
দেখো পেয়ে যাবে
যদি ঠিক মতে
ধরতে পারো
হবে তোমার।
তাতে যদি
লোভ করো
দেখবে শূণ্য ভান্ডার
হাঁরিয়ে সোনার মুকুট।
করো যদি আশা
রাজার সিংহাসন
যাবে হাঁরিয়ে
কাঁদিলে পাবে।
ভাবো যদি
তিক্ত হবে মন
সাজানো গুছানো
সংসার হবে না আর।
ঠিকানা হবে ভবঘুরে
একাল ওকাল
চাকচক্য সুন্দর দেহ
হয়ে যাবে মলিন।
শত চেষ্টা বিফল হবে
বাঁচো যতো দিন
পাগল বলে তোমায়
জানিবে সকলে।
২৫-০৪-২০২৪ইং

++++++++++++

বেলার শেষে

আমি চাইনি তোমাকে
মনে রাখতে
কবে কখন যেনো
ভুলে গেছি কে জানে।

অনেক চেষ্টায় পেরেছি
এতো কঠিন কাজটা করতে
হয়তো এজীবনে
আর মনে নাও হতে পারে।

এখন বুঝি আমি ভুল করেছিলাম
হয়তো বয়সের কারণে
আমার এতো বড় ভুল হয়েছিলো
জীবনযাত্রা যে এতো কঠিন।

বুঝিনি আগে
যোগ বিয়োগ করে
দেখিনি আগে এখন দেখি শূন্য
বিধাতার দোষ নেই।

আমিই তো দোষী
না বুঁঝে হাল ধরে
হেঁরে গেছি আমি
জানি তুমি সুখে আছো।

বেশ তো ভালো থাকো
কিসের চিন্তা তুমি বলেই পারছো!
এমন নিষ্টুর হয়ে
দিনাতিপাত করতে।

তোমার জন্য এখন আর
আমার চিন্তা নেই
চিন্তা শুধু আমার জন্য
ভুল তো মানুষে করে।

আমি না হয় তাদের একজন
আমার মতো কতো মানুষ
সায়রে পড়ে হাবুডুবু খাচ্ছে
দেখি আর কতো বাকি।

তীরে উঠতে পারলে
আবার নতুন করে ভাববো
ভুলের তরে জীবনটারে
দিবোনা তো আর।

হিসাব মিলিয়ে পাল উড়াবো
যাবো আমি ওপাড়
বেলার শেষে হিসাব নিকাশ
হয়ে যাবে আমার।
২০-০৪-২০২৪ইং