আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» উপজলো পরষিদ নর্বিাচন:কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পয়েে প্রচার-প্রচারনায় ১০ র্প্রাথী «» ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিইজেপি-কে সংবর্ধনা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শোক সংবাদ॥ সিকান্দর আলী ॥ «» কমলগঞ্জের লুৎফুন নাহার বেগমসিলেট বিভাগের শ্রেষ্ট গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত «» বগুড়া আদমদীঘিতে স্মার্ট কৃষি উদ্যোক্তাদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরন «» যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার «» মৌলভীবাজারে ছাত্র ফ্রন্টের সাথে বিশ্ব ছাত্র বিক্ষোভের সংহতি সমাবেশ «» মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রলীগের রি-ইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্ঠিত

এ মিলন শুভ হোক

এ মিলন শুভ হোক
-তীর্থঙ্কর মৈত্র

নববধূ সাজে হবে তুমি কার গো ঘরনি?
চেনা চেনা মনে হয় তবু চিনতে পারিনি!
যার জন্য এতো সাজ এসেছিল কাছে সেকি?
নব বর বেশে মনে মিলনের পূর্বরাগ আঁকি!

মনে হয় কত জন্ম চেনা ওই দু’টি চোখ
পলকে পুলক ঝরে মুখে মৃদু চন্দ্রালোক!
খোঁপায় সুগন্ধি মালা কানে দুল লাল চেলি
আধো ঢাকা মুখে ওষ্ঠে জেগে রূপাঞ্জলি!

নবযৌবনা তুমি কার অপেক্ষা? উন্মনা-
রূপের ডালিটি নিয়ে সযতনে আরাধনা।
করে যাও… সেকি এলো? বর বেশে মৃদু হেসে?
তোমার চিবুক তুলে আলতো আঙুলে শেষে।

দেখলো ও রূপ শুধু চোখে রেখে তার চোখ
দাঁড়িয়ে বিভোর সেকি? বুঝি ফেলেনি পলক!
চন্দ্রহার কেঁপে ছিল? মৃদু আবেশে তোমার?
কপালে উজ্জ্বল টিঁপ চন্দনে অঙ্কিত রূপাধার।

কাজল রেখায় আঁকা দুই চোখ অকৃপণ;
হাতের কঙ্কন চুপ রূপ লাবণ্যের সমর্পণ
দেহে মনে হৃদয়েতে ধরা দেয় কল্পলোক!
তোমাদের এ মিলন শুভ হোক- শুভ হোক-
২৩/০৪/২০২৪ইং