আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

এ মিলন শুভ হোক

এ মিলন শুভ হোক
-তীর্থঙ্কর মৈত্র

নববধূ সাজে হবে তুমি কার গো ঘরনি?
চেনা চেনা মনে হয় তবু চিনতে পারিনি!
যার জন্য এতো সাজ এসেছিল কাছে সেকি?
নব বর বেশে মনে মিলনের পূর্বরাগ আঁকি!

মনে হয় কত জন্ম চেনা ওই দু’টি চোখ
পলকে পুলক ঝরে মুখে মৃদু চন্দ্রালোক!
খোঁপায় সুগন্ধি মালা কানে দুল লাল চেলি
আধো ঢাকা মুখে ওষ্ঠে জেগে রূপাঞ্জলি!

নবযৌবনা তুমি কার অপেক্ষা? উন্মনা-
রূপের ডালিটি নিয়ে সযতনে আরাধনা।
করে যাও… সেকি এলো? বর বেশে মৃদু হেসে?
তোমার চিবুক তুলে আলতো আঙুলে শেষে।

দেখলো ও রূপ শুধু চোখে রেখে তার চোখ
দাঁড়িয়ে বিভোর সেকি? বুঝি ফেলেনি পলক!
চন্দ্রহার কেঁপে ছিল? মৃদু আবেশে তোমার?
কপালে উজ্জ্বল টিঁপ চন্দনে অঙ্কিত রূপাধার।

কাজল রেখায় আঁকা দুই চোখ অকৃপণ;
হাতের কঙ্কন চুপ রূপ লাবণ্যের সমর্পণ
দেহে মনে হৃদয়েতে ধরা দেয় কল্পলোক!
তোমাদের এ মিলন শুভ হোক- শুভ হোক-
২৩/০৪/২০২৪ইং