আজ-  ,


সময় শিরোনাম:
«» যুবসমাজের ক্রমবর্ধমান মূল্যবোধের অবক্ষয় থেকে উত্তরণে ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই- ইসলামিক যুবফ্রন্টের কাউন্সিলে আল্লামা বাহাদুর শাহ্ «» কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ প্রদান «» খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্যানুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উদযাপন «» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান   

জিজ্ঞেসি ওই ঊর্ধ্ব আরশে

জিজ্ঞেসি ওই ঊর্ধ্ব আরশে
-মো. আসাদুল হক

আমার কবিতা আমি পড়ি
নরকের পাড়ে দাঁড়ি!
জানাই হুতাশে আমি নই কিঙ্কর!
আমাতে দ্বাদশ রবির তাপিত জ্বর!
আমি উচ্ছৃঙ্খল ভয়ঙ্কর!
আমি জ্বলন্ত কোটি তারার অম্বর
কোথায় সে স্বর্গপুরী?
সেজে বসে আছে শঙ্করী?

আহার কাঁড়ে! গ্রাসে মুখের লুকমা!
অসুর দেবারিরা বাজায় সিদ্ধি লাভের দামামা!
কুকীর্তির নৃত্য চলে আউলিয়াদের মাজারে!
গয়া-কাশি মক্কা-মদীনায় যায় এরা কারা উড়ে?
তারা না দিয়ে পেটভরে আহার ক্ষুধার্তরে!
ওরে- কারে খুঁজতে যাস্ দূরে?
তাঁরই তো ক্ষুধার্ত বান্দা-বান্দী
যাঁরে খুঁজতে যাস্ মক্কার ভিতরে !

জনতার কোষাগারে তোরা হাত দিস্ কে রে?
অনল উল্কা কেনো পড়ে না তোদের শিরে?
পড়ে না কেনো আগুন ঝরে ওই অদ্রিশিখরে?
জিজ্ঞেসী ওই ঊর্ধ্ব আরশে
নিত্য নির্যাতনের শিকার যারা
তারা তোমার কোন্ আক্রোশে?

এরা কাঁপায় ঊর্ধ্ব; কাঁপায় ধরণী তল!
মরু কাতরায় করে জল জল!
মহীপাল তুমি কি করে রও অবিচল?
তবে কি তুমিই বিশৃঙ্খল?
তোমার অক্ষি ভাগে বাঁকে বাঁকে পাতা মরণকল!
ঝরিছে শতদল! মরিছে শিশুদল!

বেআবরুর গুরু
ওই নগরপতি ক্যাঙ্গারো
ওরা বড়ই সুচারু
ওরাই বনের সেগুন শীলকড়ই পশুর দেবদারু
ওরা ধুপজ্বালিয়ে খুশবুতে মাতাল গণিকা নিকেতনে!
শ্লীলতা কাঁদে তখন অসহায়ে ঊর্ধ্ব গগনে!
কে শুনে! কে শুনে!
চন্দ্র সূর্য দিন রাত্রি নীরব!
সম্ভ্রম হারার ক্রন্দনে!
১৭. ০৪. ২০২৪ইং