আজ-  ,


সময় শিরোনাম:
«» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর

ফ ই ফারুক খান এর ২টি কবিতা

ফ ই ফারুক খান এর ২টি কবিতা

সৃষ্টিকর্তার গজব

হে পৃথিবীর জ্ঞানসম্পন্ন মানবিক শ্রেষ্ঠ মানুষ
জেনে শুনে দেখে বুঝে কতদিন রবে বেহুঁশ?
করোনা দূর্যোগ তাপদাহ বন্যা গেলো আজও হলো না হুঁশ!
ধর্মভেদে নয় বিবেকবান হিসাবে বলো তুমি কেমন মানুষ?

এই বিশ্বের সকল ক্ষমতাধর এক হলেও কি করতে পারে?
প্রাকৃতিক দূর্যোগ তাপমাত্রার মোকাবিলা এই জগৎ সংসারে।
ওহে লোভী পাপী স্রষ্টার কুদরতি পায়ে
নত মস্তকে ক্ষমা চাও কান্না করে
কীসের ক্ষমতাওয়ালা তুমি চাইনা কিছুই তোমার কাছে
চাইবো যা তা বিধাতার দরবারে।

প্রাকৃতিক দূর্যোগ মানেই সৃষ্টিকর্তার গজব মানুষের পাপ
মানুষ হয়ে মানুষকে হত্যা এগুলো নির্যাতিত মানুষের অভিশাপ।
রৌদ্র থামিয়ে মেঘ বা বৃষ্টি আনতে পারবে
বিশ্বের সকল প্রধানেরা এক হয়ে করলে প্রলাপ?
সময় থাকতে হে মানুষ হও হুঁশিয়ার সাবধান
মরার আগেই মরে যাও নিজেকে করো পরিমাপ।
২৫/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।

++++++++++++++++++++++++++++++

মানুষ ও অমানুষ

অবাক আমি মানুষ কেন এমন হয়?
মানুষ বুঝি এরকমই হয় লোকে কয়
মানুষই করছে মানুষের সাথে অকল্পনীয় অভিনয়
মানুষের কতো শত সহস্র লক্ষ অবয়ব
বিচিত্র তাঁদের রূপ কন্ঠ বাচনভঙ্গি
চেহারা আচরণ চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি।

রীতিনীতি সংস্কৃতি চালচলন আদান-প্রদান
লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য স্বপ্ন আশা সুখ দুঃখ
এগুলো মেনে নিয়েই মানুষের জীবন
মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস করতে পছন্দ করে
তাই আমরা সবাই সামাজিক জীব
সমাজ ছাড়া যে বসবাস করে সে পশু সমতুল্য।

এই মানুষের মধ্যে সবাই কিন্তু মানুষ না
মানুষের রূপেই আছে কিছু অমানুষ
সবাইকেই কিন্তু মানুষ ভাবা যায় না
মানুষ ভেবে বিশ্বাস করলেই ক্ষতির সম্ভাবনা
এই মানুষেই করছে অন্যায় অবিচার অত্যাচার
কেউবা আবার করছে এই মানুষের উপকার।

মানুষ বড়োই আজব জটিল মনের প্রাণী
মানুষ ও অমানুষের যুদ্ধ দ্বিধা দ্বন্দ্ব হিংসা চলছেই
সবাই কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে পারে না
মানুষ হতে শিক্ষিত ডিগ্রী চাকরির প্রয়োজন হয় না
সাধারণ মানুষও বিবেকবান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে পারে
কিন্তু এ সমাজের সবাই তাঁদের মূল্যায়ন করতে চায় না।
২৪/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।