আজ-  ,


সময় শিরোনাম:
«» বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের নেতৃত্বে তৃতীয় লিঙ্গের জারা ইসলাম «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নতুন কমিটিতে মুসিক সভাপতি ও শরীফ সাধারণ সম্পাদক «» শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন আলিয়া ছড়া গাং ও খাস জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» বগুড়া  আদমদীঘিতে “মা” দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা «» কমলগঞ্জে হুইসেল বেøায়ার অন্তর্ভুক্তিকরণসভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫৯টি ॥ পাসের হার ৮৯.৮৯ ভাগদুটি প্রতিষ্ঠানে শতভাগ পাশ; ৭৯ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে «» কমলগঞ্জে হুইসেল ব্লেয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭২% জিপিএ-৫ পেয়েছে ১৩ শ ১৩ জন «» মৌলভীবাজার বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফ ই ফারুক খান এর ২টি কবিতা

ফ ই ফারুক খান এর ২টি কবিতা

সৃষ্টিকর্তার গজব

হে পৃথিবীর জ্ঞানসম্পন্ন মানবিক শ্রেষ্ঠ মানুষ
জেনে শুনে দেখে বুঝে কতদিন রবে বেহুঁশ?
করোনা দূর্যোগ তাপদাহ বন্যা গেলো আজও হলো না হুঁশ!
ধর্মভেদে নয় বিবেকবান হিসাবে বলো তুমি কেমন মানুষ?

এই বিশ্বের সকল ক্ষমতাধর এক হলেও কি করতে পারে?
প্রাকৃতিক দূর্যোগ তাপমাত্রার মোকাবিলা এই জগৎ সংসারে।
ওহে লোভী পাপী স্রষ্টার কুদরতি পায়ে
নত মস্তকে ক্ষমা চাও কান্না করে
কীসের ক্ষমতাওয়ালা তুমি চাইনা কিছুই তোমার কাছে
চাইবো যা তা বিধাতার দরবারে।

প্রাকৃতিক দূর্যোগ মানেই সৃষ্টিকর্তার গজব মানুষের পাপ
মানুষ হয়ে মানুষকে হত্যা এগুলো নির্যাতিত মানুষের অভিশাপ।
রৌদ্র থামিয়ে মেঘ বা বৃষ্টি আনতে পারবে
বিশ্বের সকল প্রধানেরা এক হয়ে করলে প্রলাপ?
সময় থাকতে হে মানুষ হও হুঁশিয়ার সাবধান
মরার আগেই মরে যাও নিজেকে করো পরিমাপ।
২৫/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।

++++++++++++++++++++++++++++++

মানুষ ও অমানুষ

অবাক আমি মানুষ কেন এমন হয়?
মানুষ বুঝি এরকমই হয় লোকে কয়
মানুষই করছে মানুষের সাথে অকল্পনীয় অভিনয়
মানুষের কতো শত সহস্র লক্ষ অবয়ব
বিচিত্র তাঁদের রূপ কন্ঠ বাচনভঙ্গি
চেহারা আচরণ চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি।

রীতিনীতি সংস্কৃতি চালচলন আদান-প্রদান
লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য স্বপ্ন আশা সুখ দুঃখ
এগুলো মেনে নিয়েই মানুষের জীবন
মানুষ সমাজবদ্ধ ভাবে বসবাস করতে পছন্দ করে
তাই আমরা সবাই সামাজিক জীব
সমাজ ছাড়া যে বসবাস করে সে পশু সমতুল্য।

এই মানুষের মধ্যে সবাই কিন্তু মানুষ না
মানুষের রূপেই আছে কিছু অমানুষ
সবাইকেই কিন্তু মানুষ ভাবা যায় না
মানুষ ভেবে বিশ্বাস করলেই ক্ষতির সম্ভাবনা
এই মানুষেই করছে অন্যায় অবিচার অত্যাচার
কেউবা আবার করছে এই মানুষের উপকার।

মানুষ বড়োই আজব জটিল মনের প্রাণী
মানুষ ও অমানুষের যুদ্ধ দ্বিধা দ্বন্দ্ব হিংসা চলছেই
সবাই কিন্তু ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে পারে না
মানুষ হতে শিক্ষিত ডিগ্রী চাকরির প্রয়োজন হয় না
সাধারণ মানুষও বিবেকবান ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে পারে
কিন্তু এ সমাজের সবাই তাঁদের মূল্যায়ন করতে চায় না।
২৪/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।