আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

মোঃ মুজিবর রহমান বকুল এর ২টি কবিতা

মোঃ মুজিবর রহমান বকুল এর ২টি কবিতা

চিঠি

শহর গ্রাম পেরিয়ে ছুটেছি আমি পথিক
পাইনি কোনো দিশা ছুটেছি যে দিকবিদিক।
সমাজের অনেকের কাছে চেয়েছি যে ভিক
মেলেনি আজও দেখা যে মানুষটা সঠিক।

ঘুরে ঘুরে ক্লান্ত শ্রান্ত ও অবসন্ন
যেদিকেই তাকাই সকলেই হীনমন্য।
পাইনি আজও সত্যিকারের অনন্য
সবটাতেই ভাবি এক হয়ে যায় ভিন্ন।

ভবের নাট্যশালায় সকলে অভিনেতা
কোথাও পাইনি খুঁজে তার কোন ভিন্নতা।
বেলাশেষে মনে ভর করেছে যে মৌনতা
দেখছি ভাবলেশহীন শুধু বিষন্নতা।

সকলেই বলে সৎ সতী ও আপোষহীন
আসলে সকলেই যেন কপর্দকহীন।
আঁধারে ছেয়ে আছে সবার মনের গহীন
কাউকে যায়না চেনা সকলে যেন অচিন।

সমাজের কাছে রেখে যাবো আজ এই চিঠি
দেখতে চেয়েছিলাম সবটাই পরিপাটি।
কোথাও খুঁজে পাইনি আজও তার টিকিটি
প্রদীপটা নিভু নিভু জ্বলছে যে মিটিমিটি।
১৯/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++++++

এক আকাশের নিচে

একই আকাশের নিচে বসবাস
নেই স্বচ্ছতা শুধু মিথ্যে বাহাস।
দিনে দিনে বেড়ে চলছে দীর্ঘশ্বাস
সুস্থ সুন্দরের নেই আশ্বাস।

সত্যের পথগুলো আজ বেশ সরু
দিনে দিনে হাঁরিয়ে ফেলছে যে আব্রু।
অসত্য ক্রমান্বয়ে মেলছে ডানা
সত্যবাদীরা হয় তাই আনমনা।

এক আকাশের নিচে এত ব্যবধান
শিউরে উঠি মনটা করে আনচান।
বিধাতার খেলা আজ বুঝা বড় দায়
দিন শেষে তাই হতে হয় অসহায়।

কোটি কোটি মানুষের মনে তাই ব্যথা
আজই বন্ধ করো হীনমন্যতা।
সর্বত্র শুধু দূর্নীতির খেলা
চারিদিকে দেখা যায় নষ্টের মেলা।

অধিকাংশ হাঁরিয়েছে সর্বস্ব
সব হাঁরিয়ে হয়ে গেছে তারা নিঃস্ব।
মিথ্যে দাপিয়ে চলে উদোম গতরে
বাহিরে সুন্দর কদর্য ভিতরে।

দূর করতে হবেই ব্যবধান আজ
গঠন করতে হবে নতুন সমাজ।
তবেই সমাজে ফিরে আসবে শান্তি
দূরীভূত হবেই সব বিভ্রান্তি।
২১/০৪/২০২৪ইং