আজ-  ,


সময় শিরোনাম:
«» ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ «» কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত «» মানবিক ও সমাজ সেবায় ইশরাত জাহান কুইনের প্রধান লক্ষ্য «» সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত «» শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» উপজলো পরষিদ নর্বিাচন:কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পয়েে প্রচার-প্রচারনায় ১০ র্প্রাথী «» ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিইজেপি-কে সংবর্ধনা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শোক সংবাদ॥ সিকান্দর আলী ॥

ডিউক হুদা এর ২টি কবিতা

ডিউক হুদা এর ২টি কবিতা

আমার হিমালয়

পিতামাতা ছিলো আমার
হিমালয়ের মতো
আদর স্নেহ ভালোবাসা
তাঁদের ছিলো যত
বরফগলা পানিসম
নামতো অবিরত
সেই পানিতে স্নাত হয়ে
বয়স বেড়েছে
আমি আছি এখনো বেঁচে
পিতামাতা গেছে
কোথায় আমি স্নাত হবো;
হবো স্নেহময়
চিরতরে হাঁরিয়ে গেছে
আমার হিমালয়।
২৫/০৪/২৪ইং

++++++++++++++

অস্থিরতা

অস্থিরতায় কাঁটছে দিন
চরম অস্থিরতা
গুছিয়ে আমি পারছিনা তো
বলতে মনের কথা।

এই ভাবছি সেই ভাবছি
ভাবনার নেই শেষ
নতুন নতুন ভাবনা এসে
পুরাতন নিরুদ্দেশ।

ছুটছি আমি যা করতে
করছি আরেক কাজ
নিজের কাছে নিজেই আমি
পাচ্ছি বড়ই লাজ।

কেন এতো দুঃশ্চিন্তা
কেন অস্থির মন
এলোমেলো কেন এমন
অশান্ত সারাক্ষণ?
২৩/০৪/২৪ইং