আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে গাঙচিলের আলোচনা সভা ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন «» লন্ডনে ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকে এর জার্সি উন্মোচন «» যুবসমাজের ক্রমবর্ধমান মূল্যবোধের অবক্ষয় থেকে উত্তরণে ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই- ইসলামিক যুবফ্রন্টের কাউন্সিলে আল্লামা বাহাদুর শাহ্ «» কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ প্রদান «» খুলনায় গাঙচিলের মাসিক সাহিত্যানুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী উদযাপন «» নওগাঁয় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন «» কমলগঞ্জে এক ব্যক্তি দুই শিক্ষা প্রতিষ্ঠানে:উত্তোলন করছেন সরকারী বেতন-ভাতা «» বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত «» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান  

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ২টি কবিতা

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ২টি কবিতা

ভোর আসবেই

মৃত্যু মিছিল
ত্রস্ত বিশ্ব নিখিল
তবু চেতনার দ্বারে দিয়ে খিল।
কেমন অবলীলায়
মোদের দিন যায়
দীন মোরা
বুঝি, যবে দৃষ্টিপাত করি
বোধের খাতায়।

সাময়িক সামাজিক বিচ্ছিন্নতা
দৈহিক বিচারে তাও
সেটা মান্য করাও বুঝি গুণাহ!
যাও নামাজে দঙ্গলে
পূজার মণ্ডপে ছোট ভীড় করতে সকলে।
অথচ দুনিয়ার সব কাজকর্ম তোলে শিকায়
আমরা করছি না কি লকডাউন
শুনে কাঁদছে দেখো সার্কাসের ক্লাউন।
এমন অদ্ভুত বুদ্ধি এ জাতিকে কে যে শেখায়!
লাইট নেভাও; দীয়া জ্বালাও
বাজাও কাঁসরঘন্টা….
তাতে হবে কচুপোড়া, হবে ঘন্টা।
যত্তসব কুঁদরঙ্গি
এতে হবেটা কী?
তার চেয়ে ডাক্তার-বিজ্ঞানীদের মদত যোগাও না
বিনা কাজে আল্লার ষাঁড়ের মতো ঘোরে যারা
তাদের পেটাও না!
রুজি রোজগারহারা অভুক্ত যারা
তাদের খাবার ব্যবস্থাটাই তুমি করো না!
তবেই হটবে দেখো করোনা।
ডাক্তার-বিজ্ঞানীদের কথা মানো
ধর্মের বুজরুকি দিয়ে যারা যেথায় সেথায়
কুসংস্কারে অন্ধ মানুষগুলির মাথা হরদম চিবায়
নির্মম বজ্রতে তাদের হানো
আনো, আনো আলোর বন্যা আনো।
মৃত্যু বিছানো পথ
তবু বিজ্ঞানের জয়রথ
জানি থামবে না কোন দিনও
রাত্রির ঘন তমসা শেষে
ভোরের উন্মেষে
সে বার্তা হবে নিশ্চিত ঘোষিত।

+++++++++++++++++++

মুংলুর জন্মদিন উপলক্ষ্যে

জীবনের নদী চলিয়াছে অনিবার্য বেগে
মৃত্যুর সমুদ্র পানে
জীবনের শেষের প্রহরে অতীতের কত
মধুর স্মৃতি যে মনে আনে!
অধ্যাপনার সেই প্রভাতী প্রহরে
স্নেহ-শ্রদ্ধা-ভালোবাসার কী স্নিগ্ধপরিবেশ
আজ এই পড়ন্ত বেলায়
মন আকুলায়
বুঝি শেষ হয়েও হয় নাই শেষ
মনের গভীরে রয়েছে তাহার রেশ।
মোর দেখা অতীতের সেই কুঁড়িগুলি
আজ উঠিয়াছে ফুটি
আপনার মহিমায় তাদের সৌরভে যেন
বিকীর্ণ আমার গৌরব
তা সত্যি হোক না হোক…
তোমাদের সাফল্যে জুড়ায় হৃদয় মোর
তোমাদের দেখে জুড়ায় আমার চোখ।

সুখ-শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ
ভরে দিক তোমার জীবন
লভ দীর্ঘ আয়ু
ভালোবাসা মেদুর সুদীর্ঘ দাম্পত্যজীবন।
মানুষকে ভালোবেসো
ভালোবাসা পাও যেন মানুষের
অফুরান আশীর্বাদ ঝরুক তব শির পরে ঈশ্বরের
শুধু তব জন্মদিন বলেই নয়
আমার এই আশীর্বাদ চিরদিনের।
কলকাতা।