আজ-  ,


সময় শিরোনাম:
«» ঢাকায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন উদযাপন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জ নৃত্যাচার্য নীলেশ্বর মুখার্জী’র ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন «» কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা «» কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু «» শমশেরনগর হাসপাতাল পরিবারে যুক্ত হলেন বৃটেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোফাসসিল আলম সোহেল «» বগুড়ায় ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ে «» মৌলভীবাজারে বিএনপি নেতা ভিপি মিজানুর রহমানসহ ১৪ নেতাকর্মী কারাগারে «» মৌলভীবাজারে ক্যাব-এর মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

কমলগঞ্জে পতনঊষারে দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

দুরুদ আহমেদ, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণকার ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে। জানা যায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের নিত্যানন্দ জুয়েলার্স এর সত্ত্বাধিকারী নিত্যানন্দ বনিক (৬৫) নিজ দোকানগৃহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন। পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু নিত্যানন্দ তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর অনেক ঋণ রয়েছে, পাশাপাশি দীর্ঘ ১৪ বছর ধরে একটি ছেলেকে খোঁজে পাচ্ছেন না। এই মানসিক চাপে হয়তো আত্মহত্যা করতে পারেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম জানান, গলায় দড়ি লাগানো অবস্থায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যানন্দ বনিক (৬৫) কে পাওয়া যায়। নিহত লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।