আজ-  ,


সময় শিরোনাম:

নওগাঁ বদলগাছীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

 শিমুল হাসান,,  (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বদলগাছী কৃষি অফিস চত্বরে তিন দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫৫০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ বিতরণ করা হয়। ১৮০ জন পেঁয়াজ চাষী’র মাঝে এক কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়াও চার হাজার দুইশত ৪০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু ও বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমল কর্মকার। মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন ফসল ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।অনুষ্ঠান শেষে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল থেকে ২০ জনকে দুই হাজার টাকা করে অনুদান প্রদান করেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।#