আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত «» মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন আদালতে দুইজনের মৃত্যুদন্ড «» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত «» স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম- শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ «» মৌলভীবাজার জেলার বিষয়ওয়ারী ক্যাটাগরিভিত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং শ্রেষ্ঠদের তালিকা «» ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ «» কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত «» মানবিক ও সমাজ সেবায় ইশরাত জাহান কুইনের প্রধান লক্ষ্য «» সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত «» শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে ৬ মে দিনব্যাপী ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আগামী ৬ মে ২০২৪ইং সোমবার দিনব্যাপী ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজার পৌর শহরতলীর মোস্তফাপুর সড়কস্থ ধরকাপন এলাকার রুমেল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

পবিত্র হজ প্রশিক্ষণে আগ্রহী যেকেউ অংশগ্রহণ করতে চাইলে আগামী ৬ মে ২০২৪ইং সোমবার সকাল ৯টায় উপস্থিত থেকে রেজিষ্ট্রেশন করতে হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ প্রদান করবেন হজ ওমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির আহমদ। পবিত্র হজ প্রশিক্ষণে সম্মানিত আল্লাহর বাড়ির মেহমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে দিনব্যাপী ফ্রি পবিত্র হজ প্রশিক্ষণ শেষে সম্মানিত আল্লাহর বাড়ির মেহমানদের মাঝে পবিত্র হজ পালনকালীন প্রয়োজনীয় হজ নির্দ্দেশিকা, পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ ও কাংকরের বেগ ইত্যাদি উপহার সামগ্রী প্রতি বছরের ন্যায় দেয়া হবে। এছাড়াও প্রশিক্ষণকালীন সময়ে চা-নাস্তা, জোহরের নামাজ এবং দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তাছাড়া বিস্তারিত জানতে ০১৭১১৮২৯১০৬ অথবা ০১৭১১৯২০১১৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।