আজ-  ,


সময় শিরোনাম:

বগুড়া আদমদীঘিতে বাংলা বর্ষবরণ উৎসব


## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় দিনব্যাপী যথা যোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রাঙ্গণে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আদমদীঘি উপজেলা প্রশাসন। আজ (১ লা বৈশাখ) রবিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে বাংলা নববর্ষ -১৪৩১ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক আনন্দ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে আদমদিঘী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আদমদিঘী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, আদমদিঘী থানার অফিসার্স ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খোন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,  আব্দুল হক আবু, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সাহিত্যিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্রী ছাত্রীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।