আজ-  ,


সময় শিরোনাম:

বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে মাংস বিক্রেতার জরিমানা#

# রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে এক মাংস বিক্রেতার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, এক ভোক্তা অভিযোগ করেন শহরের কলোনী বাজারে মাংস বিক্রেতা বাদশা তার কাছে গরুর পঁচা কলিজা বিক্রি করেছেন। তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। পরে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে সে অপরাধ স্বীকার করে। এ প্রেক্ষিতে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনার পর সংশ্লিষ্ট বাজার কমিটি ওই বিক্রেতাকে বাজার হতে বহিস্কার করে এবং তার ব্যবসা বন্ধ করে দেয়।