আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন

খুলনায় গাঙচিলের বর্ষবরণ উদযাপন

খান আখতার হোসেনঃ

খুলনায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাহাপুর শাখার উদ্যোগে গাঙচিলের নিজস্ব কার্যালয়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে মোঃ হান্নান গোলদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ শাখার সভাপতি খান শাকুর উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঙচিল ডুমুরিয়া উপজেলা শাখার সমন্বয়ক মোহাম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন প্রসেনজিৎ কুমার মন্ডল, ইকবাল হোসেন বিশ্বাস, সুমন বিপ্লব, বি এম আব্দুল গফুর, বিশ্বজিৎ কুমার মৃধা, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী, রেহানা পারভীন, ডাক্তার মোঃ আশরাফ আলী গোলদার, নুরুজ্জামান এবং গাঙচিল প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলার ঐতিহ্য পান্থা ভাত, মরিচপোঁড়া, কাঁচা পেঁয়াজ, ডাল ও মাছ ভাজি দিয়ে ভূরিভোজন করা হয়।
অনুলিখনঃ স’লিপক