আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

হুমায়ুন মোহাম্মদ এর ৩টি কবিতা

হুমায়ুন মোহাম্মদ এর ৩টি কবিতা

দেবনিষ্ঠা দিদি ভাগ্যবতী

দিদি তুমি বড়ো ভাগ্যবতী
হলে সদ্য চালু রেল যাত্রী
এবং কক্সবাজার সৈকতী
ব্যক্ত করছ কত অনুভূতি
২৫ থেকে ২৯ ফেব্রুয়ারী
ঘুরে বেরিয়েছো দিন-রাতি
সমুদ্রকে শুনালে আবৃত্তি
আজীবন থাকবে এ স্মৃতি।

আর হতভাগ্য হলাম আমি
এপার বাংলায় বসবাস করি
অথচ এখনো হতে পারিনি
নতুন পথের একজন যাত্রী
যাওয়ার আশায় নিদহীন রাত্রি
জেগে তোমার ভ্রমণকাব্য লিখি
অচিরে সৈকতে বেড়াবো আমি
পা রাখব পায়ের ছাপে তোমারই।
১০-০৪-২০২৪ইং

++++++++++++++++++++

খুঁজি তোমারে

একুশে বইমেলা-দুই হাজার বাইশ
প্রথম পরিচয়
আর দেখা নাই
কখনো কখনো
ফেইসবুকে দেখা পাই;
আবার এসেছে
শাড়ি পরে ফেইসবুকে
শেষ চৈত্রে
সুন্দর চৈতী শাড়িতে
নজর কাঁড়তে;
মন চলে যায়
সাঁওতাল পল্লীতে
তার নিবাস দিনাজপুরে;
এখন সে
নার্সিং পড়াশোনা করে
ঢাকার মোহাম্মদপুরে
যদি কোনো কাজে
গেলে সেইপথে
কল্পনারা মনে এসে
ভীড় করে-
যদি শাড়ি পরে
রিকশায় চড়ে
সামনে এসে সে
একটু হেসে
আমায় জিজ্ঞেস করে
খুঁজছেন কারে?
কি বলবো তারে!
কেমন হবে
যদি বলি তোমারে!
০৯-০৪-২০২৪ইং

+++++++++++++++++++

আল কুদস দিবস দেশে দেশে

ইমাম খোমেনি রহ. নেতৃত্বে ১৯৭৯ সালে
ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়
ইমাম খোমেনি রহ. ঘোষণা করলেন
আমি ইসরাইলের সাথে সম্পর্ক ছেদ করবো-

আমরা মজলুমের সমর্থক!
বিশ্বে যে কেউ যে কোনো স্থানেই
মজলুম হোক না কেনো
আমরা তাদের সাথে আছি;
ফিলিস্তিনিরা মজলুম
ইসরাইলীরা তাদের প্রতি জুলুম করছে
তাই আমরা ফিলিস্তিনিদের সমর্থক।

কতকে বললো- ইসরাইল ইরান সীমান্তে না
ইসরাইল আমাদের কোনো ক্ষতি করছে না
তাদের সাথে ইরানের ব্যবসা বাণিজ্য আছে;
মহান বিপ্লবী কারো কোনো কথা শুনলেন না
তেহরানে ইসরাইলী দূতাবাস বন্ধ করে দেন;
সেখানে ফিলিস্তিনি দূতাবাস খুলে দেন।

ফিলিস্তিন ছিল ইমাম খোমেনি রহ. এর হৃদয়ে
ইহুদিবাদী ইসরাইল ছিল তাঁর ঘৃণার পাত্রে
ব্যবসা বাণিজ্য ও লাভ লোকসানের হিসাব
বাঁধা হয়নি ইসরাইল সনে সম্পর্ক-ছেদ ক্ষেত্রে।

ইমাম খোমেনি রহ. আহ্বান জানালেন-
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে
আল কুদস দিবস হিসেবে পালন করতে
সেই থেকে দিবসটি পালন হচ্ছে দেশে দেশে
ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে।
০৫-০৪-২০২৪ইং, ঢাকা।