আজ-  ,


সময় শিরোনাম:

সংসার সংসার খেলা

সংসার সংসার খেলা
-উজ্জ্বলী সমাজপতি

প্রতিনিয়ত ভেঙে ভেঙে টুকরো হচ্ছে স্বপ্নগুলো
ভাঙ্গা টুকরোগুলো গুছিয়ে জোড়াতালি দিয়ে
সামনের দিকে এগিয়ে চলা…
সব শেষ হবে চাকার হাওয়া বেরিয়ে গেলে!

আস্তে আস্তে সময় ফুরিয়ে আসছে…
ঝিমধরা সময় কত কথা শুনিয়ে দিয়ে যায়
কত পরিচয় কত মানুষের সাথে দেখা
কতশত ঋণের বোঝা!

কত আপনজনের হলো শেষযাত্রা;
তাঁরা আর ফেরে না…
রেখে যায় তাঁদের পদচিহ্ন; ছায়ার মায়া!

অলস দুপুরে সেই শৈশব কৈশোর যৌবনের উন্মাদনা
বিকেল হলে জমতো ডাংগুলি গোল্লাছুট দাড়িয়াবান্ধা
এখন সন্ধ্যার সাথে ভেসে ওঠে শ্মশানযাত্রী মায়ের মুখখানা।

সংসার সংসার খেলা আর ভালো লাগে না
হুড়মুড় করে নোনা জলের বাঁধ ভাঙে
মিথ্যার নামাবলী জড়িয়ে বলতে হয় ভালো আছি!

জগতের সবাই ভালো আছে
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রকৃতির সাথে মিশে
আর আমার আছে শুধু আমি!
গাঁদা পঁচা কিছু খড় কুটো কুঁড়িয়ে আমার বাসা আমিই বুনি
তিন মাথা এক করে চেয়ে থাকি পিছন দিকে।
০৯/০৪/২০২৪ইং