আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ৩টি কবিতা

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ৩টি কবিতা

তুমি কি বোঝ না

আমার বেদনা
তুমি কি বোঝ না
না কি বুঝেও বুঝিতে চাও না!
ধরা দেবে বলে বলেছ অনেকবার
ধরা দিতেছ তবু কই!
শুষ্ক গাঙ্গেতে আনিলে জোয়ার
মরা দেহে বুঝি প্রাণ সঞ্চার…
তবুও নীরবে গুমরি গুমরি
কেবল-ই বেদনা সই।
আমার কঠিন বক্ষ মাজারে
তোমার ও বুক কবে যে লোটাবে
তার-ই প্রতীক্ষায় আমি আশায় আশায়
আজো বুক বেঁধে রই।

++++++++++++++++++++++++

তুমি এলে

তুমি এলে
যেন ভারি এক পশলা বৃষ্টির পর
এক আঁজলা রোদ
তুমি এলে
তাই মনের কোণে জেগে উঠল
কী এক আশ্চর্য বোধ!

ছন্নছাড়া এ জীবনে
যখন কোন দিশা পাচ্ছি না রে
তখন তুমি দিলে দেখা
করে ব্যথার কণ্ঠরোধ।

ভরলো আকাশ গানে গানে
অমৃত বুঝি ঢাললে প্রাণে
ছিল আমার যত দেনা অমঙ্গলের দ্বারে
তাকে তুমি করলে এসে শোধ।

হৃদয়ে মোর আসন পাতা
দূরে থাক সব প্রতিকূলতা
অনাদরে হাঁরাব তোমায়
হই না যেন এমন নির্বোধ।

++++++++++++++++

সত্য না ছলনা

এ কি সত্য নাকি স্বপ্ন ছলনা…
বুকে হাত দিয়ে সত্যি কথাটি তুমি বলো না।
যার বাস সংযমের ঘেরাটোপে চিরকাল
আঘাত হেনেছ তুমি সে সংযমে সকাল-বিকাল।
প্রেম পবিত্র প্রেম স্বর্গীয়
অবকাশ সন্দেহের নেই কণামাত্র।
অন্তরের অন্তঃস্থল থেকে ছড়ায় যে প্রেমের দ্যুতি
বিশ্বসংসার ভেসে যায় যাক
সে যজ্ঞতে আমি হব নিশ্চিত আহুতি।
আর এ প্রেম যদি হয় ছলনার নামান্তর
জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সে
আমার এই প্রেমিক অন্তর।
সে মর্মন্তুদ মহাধ্বংসের দিকে
অকরুণ আঁখি দু’টি মেলি অনিমিখে
নীরোর বেহালা পার যদি তুমি তুলে নিও বুকে।