আজ-  ,


সময় শিরোনাম:
«» সংবাদ বিজ্ঞপ্তিবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৪জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের বিকল্প নেইঢাকা, ০২ মে ২০২৪: «» জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরমৌলভীবাজার জেলা কার্যালয় মৌলভীবাজার জেলা কার্যালয় «» চশমা প্রতীকে লড়বেন গোয়াইনঘাটের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ «» মৌলভীবাজার সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা রহমান নির্বাচিত «» জুড়ীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু «» জুড়ীতে উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে যুব ফোরামের সভা অনুষ্ঠিত «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের «» জুড়ীতে হযরত আয়েশা সিদ্দিকা রা. কওমী মাদ্রাসা উদ্বোধন «» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

জন্মটাকে নম্র করে

জন্মটাকে নম্র করে
-সরদার সাকিব আহমেদ

জন্মটাকে নম্র করে
বাজাই যদি মধুর সুরে
ভালোবাসি জরিয়ে ধরে
আদর করি যত্নে মোড়ে।

তবুও নাকি যাবে সরে?
এই আমাকে একলা ছেড়ে
সকল সোহাগ ভেঙ্গেচুরে
রাখবে আমায় একলা করে।

ধরো আমি অনেক দুরে
কাঁটবে সময় ঘাপটি মেরে
উঠুক তোমার সকল গঁড়ে
যায় যেন গো সকল ভড়ে।

তবু কি আমায় মনে পড়ে?
তবু কি আমি থাকি জুঁড়ে?
দেই কি দোলা মনটা নেড়ে?
আসি স্মৃতির আয়না ছেড়ে?

জন্মটাকে নম্র করে
বাজাই যদি মধুর সুরে
ভালোবাসি জরিয়ে ধরে
আদর করি যত্নে মোড়ে।

জগতটাকি ভুলতে পারে?
থাকতে পারে আমায় ছেড়ে?
দৃষ্টি কেবল আমায় ঢোঁরে
প্রাণটা বুঝি খুঁজে মরে।
০৯/০৪/২০২৪ইং