আজ-  ,


সময় শিরোনাম:

জন্মটাকে নম্র করে

জন্মটাকে নম্র করে
-সরদার সাকিব আহমেদ

জন্মটাকে নম্র করে
বাজাই যদি মধুর সুরে
ভালোবাসি জরিয়ে ধরে
আদর করি যত্নে মোড়ে।

তবুও নাকি যাবে সরে?
এই আমাকে একলা ছেড়ে
সকল সোহাগ ভেঙ্গেচুরে
রাখবে আমায় একলা করে।

ধরো আমি অনেক দুরে
কাঁটবে সময় ঘাপটি মেরে
উঠুক তোমার সকল গঁড়ে
যায় যেন গো সকল ভড়ে।

তবু কি আমায় মনে পড়ে?
তবু কি আমি থাকি জুঁড়ে?
দেই কি দোলা মনটা নেড়ে?
আসি স্মৃতির আয়না ছেড়ে?

জন্মটাকে নম্র করে
বাজাই যদি মধুর সুরে
ভালোবাসি জরিয়ে ধরে
আদর করি যত্নে মোড়ে।

জগতটাকি ভুলতে পারে?
থাকতে পারে আমায় ছেড়ে?
দৃষ্টি কেবল আমায় ঢোঁরে
প্রাণটা বুঝি খুঁজে মরে।
০৯/০৪/২০২৪ইং