আজ-  ,


সময় শিরোনাম:

গোলাম মওলা শিকদার এর ৩টি কবিতা

গোলাম মওলা শিকদার এর ৩টি কবিতা

প্রকৃতির বন্দনা

প্রকৃতি গান শুনে তোর
মনটা ভরলো মোর
ভোর হলো গান শুনে
দিনটা যাপন হয় যেন শুভক্ষণে।
প্রাণটা দেহে আছে যতক্ষণ
সুরের মূর্ছনা থাকে যেন ততক্ষণ
কুকর্ম হিংসা বিদ্বেষ প্রলোভন
করতে পারি যেন বর্জন।
সুকর্ম করার প্রবণতা হয় যেন অর্জন
বিবেকের আলো রাখিও বিকিরণ
ক্লান্তিতেও করি যেন সুকর্ম সম্পাদন।
০৬/০৪/২০২৪ইং

++++++++++++++++++++++

ভুল সংশোধনে ফুল

হলে ভুল করো সংশোধন
ক্ষমা চাও হলে প্রয়োজন
তাতে বাড়বে মানসম্মান ধন
লজ্জার নেই কোন কারণ
এটাই মানবিক কার্যক্রমের ব্যাকরণ।
নিজের ভুলের জন্য করলে গোমরাহি
এতে হবেই সম্মানহানি
শুরু হবে কলহ-বিবাদ
নষ্ট হবে ধনসম্পদ
জীবনের আশা ভরসা হবে বরবাদ।
আরও মন দিয়ে শুনো- ভুল
সংশোধন করলেই ফুটিবে ফুল
ছড়াবে সুবাস মিটে যাবে হাহুতাশ
পূর্ণ হবে মনের প্রয়াস।
আমি আবারও বলে যাই
নতুবা ভুলের দিতে দিতে মাশুল ভাই
হাঁরাবে মান ইজ্জত ধনসম্পদ
এমনকি থাকবেনা মাথা গোঁজার ঠাঁই।
০৫/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++++

ঈদুল ফিতরের তাৎপর্য

ঈদ হোক মঙ্গলের
ঈদ হোক নতুন দিগন্ত; মানবিক বোধের।
শুরু হোক মানুষের আন্তরিকভাবে মানবিক চর্চা
ভুলে গিয়ে লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ
অন্তরে উদয় হোক মানবিকবোধ।
হোক বললেই হবে না মানবিক মূল্যবোধের সমাহার
এজন্য নিজের থেকে শুরু করো
মানবিক মূল্যবোধ চর্চার অঙ্গীকার ও করো কার্যকর।
ঈদ নয় শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ
সংযম সততা শৃঙ্খলা ন্যায় ন্যায্যতা লালন-পালনের জন্য
একমাস সিয়াম সাধনার নিকট দায়বদ্ধ।
ঈদুল ফিতর মানে-
অতীতের ভুলত্রুটির অনুশোচনা ও সংশোধন এবং
নতুনভাবে সংযম সততা শৃঙ্খলা ন্যায় ন্যায্যতায় জীবনযাপন।
০৯/০৪/২০২৪ইং