আজ-  ,


সময় শিরোনাম:

ঈদের খুশি

ঈদের খুশি
-মাহাতাব উদ্দিন

ঈদ খুশি বয়ে আনে মুসলিম জাহান তরে
ঈদ আনন্দ ছড়ায় বিশ্বের সকল ঘরে ঘরে।
একটি ফিতর একটি আজহা বছরে দুইবার
মুসলিম জাহানে যায় ভরে আনন্দে বারবার।

কি শেখালো ঈদ এসে মানব জাতির তরে
দ্বীন দুঃখীরে বিলাও অন্ন বস্ত্র ঘরে ঘরে।
পুর্ণমাস রোজার শেষে আসে রমজান ঈদ
নতুন জামা পড়ার নেশায় রাতে হয়না নিদ।

মুমিন লোকের ঈদের খুশি কভু নাহি ধরে
কি পেল এই রমজানে তাহার হিসাব করে।
ঈদুল আজহা আসে ভবে ত‍্যাগোৎসর্গ নিয়ে
মুমিন আত্মশুদ্ধি করে প্রাণের সদকা দিয়ে।

ভালো খাবার পোষাক দানে গরীব দুঃখীর ঘরে
বিনিময়ে মুক্তির আশা চাহে নাজাত পরোপারে।
খানায়ে কাবা তাওয়াফ করে বিশ্বের মুসলমান
মহান প্রভুর নৈকট‍্য পেতে আর উত্তম প্রতিদান।

মানুষে মানুষে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে
কি সুধা ছড়িয়ে দেয় ইসলাম ঈদ উদযাপনে।
আমার প্রাণের স্বস্তি খোদার পাইতে নেয়ামত
মুক্তির আশায় আখেরাতে আসলে কেয়ামত।।