আজ-  ,


সময় শিরোনাম:

আশীষ কুমার দত্ত এর ৩টি কবিতা

আশীষ কুমার দত্ত এর ৩টি কবিতা

বকম্ বকম্

ঠিক যেন বাড়ীর কার্নিশে বসা পায়রা
সারাদিন ধরে বকম্ বকম্
যেই হাঁক দেবো ও মিনি মা গেলি কোথায়?
এতো ডাকাডাকি কেনো? বুঝিনা বাপু তোমার রকম সকম।

তা মুখে এতো কালি কেনো? পেন দিয়ে লিখছিলে নাকি…
নাকি কাঁটছিলে ঐ চাঁদপানা মুখে পেন দিয়ে আঁকিবুকি
হেসে গড়াগড়ি- ওমা! পেনের কালি কি পাউডার?
একটু ভেবে লিখবো তো! তা সব কিছু জানার তোমার কি দরকার?

হঠাৎ চোখ গেল কার্নিশে বসা পায়রার দিকে ডাকছে ঘুরে ঘুরে
ওমনি মিনি রানীও নাচ জুড়েছে হাসি ছড়িয়ে পড়েছে মুখজুঁড়ে
কাছে টেনে জড়িয়ে ধরে বলি- তুই হলি আমরা পায়রা টিয়া ময়না
হঠাৎ করে ওর মা এসে বলে- এই তোমার জন্যেই মেয়ের এতো বায়না
মনে ভাবি এই বকম্ বকম্ আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর
নিস্পাপ মুখে নিস্পাপ হাসি দিয়ে ভোলায় সব যন্ত্রনা
হাসি গানে ভরিয়ে রাখে অন্তর।
০৯.০৪.২০২৪ইং

++++++++++++++++++++++

অসমাপ্ত বইখানা

অসমাপ্ত বইখানা আছে বুকে ধরে
পড়তে পড়তেই ঘুম এসেছে নেমে দু’চোখ জুঁড়ে
আর একটু পড়লেই হোতো হয়তো ভেবেছিলো
কিন্তু কে যেন বলে সময় শেষ আমার সাথে চলো
বড়ো ভালো লাগছিলো গল্পটা আর একটু পড়লে হোতো
কিন্তু ঐ যে ঘুম এসে বাগড়া দিলো আর পড়ার সময় হোলো না তো।

বইটির গল্পগুলো ছবিতে আঁকা ক্ষনে ক্ষনে পাল্টায় বইয়ের গল্পটা
টানটান উত্তেজনা এরপর কি হবে ছবিগুলোতে নিজের ছবি আঁকা
নানা বয়সের ছবি নানাজনের সাথে স্বপ্নের পথগুলো বড়োই আঁকাবাঁকা
জলের ধারা হয়ে নেমে আসে কলকল করে বহমান নদীর বুকে
সেই জলে নেমে গল্পেরা আনন্দে সাঁতার কাটে
কখনো চুপচাপ ভেসে থাকে
কখনো নদীর বুকে অপরূপ শোভা দেখে মুগ্ধ চোখে দাঁড়িয়ে কিনারায়
চোখের সামনে আসে কিছুক্ষন থাকে আবার কোথায় যেন হাঁরিয়ে যায়।

জীবন মানে তো শুধু ভালোবাসার গল্প
বড়ো ভালো লাগছিলো কিন্তু বুঝতেই পারেনি যে সময় এতো অল্প
অসমাপ্ত বইখানা যেন বলে ঘুম থেকে জেগে ওঠো
এখনো অনেক পড়া বাকি
ফিসফিসিয়ে কে যেন বলে যে মনটা ওর বই পড়তে ভালোবাসতো
সেই তো দিয়েছে ফাঁকি
ও এখন অসমাপ্ত বইয়ের মলাট শুধু ইয়ের নামটা যাচ্ছে দেখা
ঘুমিয়ে ঘুমিয়েও জড়িয়ে রেখেছে বুকে আদর করে
বড়ো বড়ো হরফে ওর নামটাই যে আছে ওতে লেখা।
০৭.০৪.২০২৪ইং

++++++++++++++++++++++

সুন্দরের ছোঁয়ায়

পৃথিবী তুমি কতো সুন্দর
চারপাশ সাজানো সুন্দরের ছোঁয়ায়
একটি শিশুমন একটি ফোঁটা ফুল
সুন্দর গান হয়ে ঝরে পড়ে জীবনের আঙ্গিনায়।

সূর্য তুমি কতো সুন্দর
পাখিদের গান নদীর জোয়ার ভাটার টান
পূর্ণিমার রাতে রূপালী চাঁদের আলোয় প্রেমের গান
সবকিছুতেই সুন্দরের ছোঁয়া সবটাই তোমার অকৃপণ দান।

আকাশ তুমি কতো সুন্দর
পাই সুন্দরের ছোঁয়া যখন দেখি তুলোর মতো সাদা মেঘ যাচ্ছে ভেসে
ভোরের সূর্য পূর্ণিমার চাঁদ ঝিকিমিকি তারারা যখন দূর থেকে হাসে
রূপকথার গল্পের মতো কতো স্বপ্নেরা তখন ছুটে আসে মনের আকাশে।

মাটি তুমি কতো সুন্দর
মাটির মিষ্টি গন্ধ আর মাঠভরা সবুজ ধানের শীষে
মনে জাগে শিহরণ জানি মাটির খেলাঘর মাটিতেই যাবে মিশে
দু’দিনের এই যাওয়া আসার মাঝে যা কিছু সুন্দর
সবকিছুতেই তোমার ছোঁয়া
সকল চাওয়া পাওয়ার শেষে তাইতো ঘুমিয়ে পড়ি
তোমার বুকে তোমাকেই ভালোবেসে।
০৫.০৪.২০২৪ইং