আজ-  ,


সময় শিরোনাম:

আমান উদ্দিন এর ১১টি কবিতা

আমান উদ্দিন এর ১১টি কবিতা

যাচ্ছি ফিরে বাড়ী

সবাই ফিরে যাচ্ছি বাড়ী
কাল আমাদের ঈদ
সেই খুশিতে চাঁদ রাতে তে
নাই কাহারো নিদ।

ঈদের থেকেও বেশি মজা
চাঁদ রাতেতেই পাই
ঈদ খুশীতে ঈদের চাঁদের
অপেক্ষায় কাঁটাই।

আগমনের খুশির খবর
খুশির জোয়ার আনে
ধনী-গরীব ছোট-বড়
সব মানুষের মনে।

আসছে খুশি আসি আসি
ভাবটা মজার ভারি
একটি বছর অপেক্ষাতে
থাকছি মোরা তাঁর-ই।
১০-০৪-২০২৪ইং

++++++++++++++++++++++++++++++

ঈদের চাঁদ

ঐ যে চাঁদ উঠেছে নীল আকাশে জানান দিতে ঈদ
খুশির বন্যায় ভাসছে মুসলিম আপ্লুত সবার হৃদ।

ঈদ মোবারক ঈদ মোবারক জানাচ্ছে সবাই
রোজার শেষে পবিত্র ঈদ এসেছে খুশির সীমা নাই।

ঈদুল ফিতরের আনন্দ উৎসব মিলেমিশে করবে সবে
ঈদের দিনে কেহ যেন অখুশি না থাকে এই ভবে।

ধনী গরিব একসঙ্গে সামিল হবে ঈদের নামাজে গিয়ে
ঈদের কুশল বিনিময় করবে সবে মুক্তমন নিয়ে।

ঈদের দিনে সাধ্যমত খাবার সবাই করে আয়োজন
ঈদের খুশি ভাগ করতে বেড়াতে আসে আত্মীয় পরিজন।

ঈদে গরিব অসহায়কে দান করা ইসলাম ধর্মীয় রীতি
খোদাপাক চান ধনী গরিবের মধ্যে ভ্রাতৃত্বের প্রীতি।
১০ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

+++++++++++++++++++++++++++++++

পবিত্র ঈদুল ফিতর

রমজানের রোজার শেষে এসেছে পবিত্র ঈদুল ফিতর
খুশির বন্যায় ভাসো সব মুসলিম হিংসা রেখো না ভিতর।

ঈদ আসে সবার মাঝে অতি খুশির বার্তা নিয়ে
ঈদের নামাজ আদায় করো মসজিদ বা ঈদগাহে গিয়ে।

ঈদের জামাত শেষে মুমিন মুসলমান করো কোলাকুলি
ধনী গরিবের মধ্যকার ব্যবধান যাও পুরোপুরি ভুলি।

আনন্দে কাঁটাও ঈদ আত্মীয় পরিজন একত্রে হয়ে সবাই
পবিত্র ঈদের দিনে পরস্পরের সঙ্গ দাও হয়ে ভাই ভাই।

ঈদের খুশি বিলিয়ে দাও বন্ধু বান্ধব পাড়া-পড়শীর তরে
ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী বৈষম্য রেখো না কারো অন্তরে।

পবিত্র ঈদে পথশিশু গরীব মিসকিনকে অন্ন বস্ত্র করো দান
তোমার প্রতি রহমত বর্ষিবে জগৎস্রষ্টা মহান আল্লাহ সুবহান।
০৯ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

বুঝ আসে না

জায়ার মা’তা চলে গেলেন
কদর রাতে
গিন্নী নিয়ে রওনা দিলাম
খুব প্রভাতে।

হাজার মাসের শ্রেষ্ঠ এ রাত
বুঝাই তাঁকে
ভালো দিনই আল্লাহ নিলেন
তোমার মাকে।

কারোর কথায় জায়ার মনে
বুঝ আসে না
দুই চোখ দিয়ে জল গঁড়িয়ে
পরছে নোনা।

কদর রাতে মরলে মানুষ
জান্নাতি হয়
সান্তনার সুর স্বজন মিত্র
তাঁহারে কয়।

মা হাঁরানোর কষ্ট সে না
ভুলতে পারে
বলি আমি দাও না তোমরা
কাঁদতে তাঁরে।
০৮-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++++

লাইলাতুল কদর

পাপ মোচনের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছিলো রমজান
রোজাদারের পুরস্কার আল্লাহ্পাক নিজে করেন দান।

রমজানের রোজা শেষ হতে চলেছে বেশি নয় বাকি
নিজকৃত পুণ্যের হিসাব করে দেখো খুলে অন্তর আঁখি।

ধনী গরীব সবার জন্য রোজা রাখা ফরজ ইবাদত
গরিবের কষ্ট উপলদ্ধি করতে রোজা যাহা হাদীসের মত।

রমজানে প্রতি ইবাদতে একে সত্তর সওয়াব হয়
জীবনের পাপের বোঝা খোদাপাক করেন তাতে ক্ষয়।

রমজান মাসেই নাজিল হয় মহাগ্রন্থ পবিত্র আল-কোরআন
যাতে লিপিবদ্ধ মানবজাতির সর্বাঙ্গিন জীবন বিধান।

লাইলাতুল কদর নামে রমজানে আছে ফজিলতপূর্ণ রাত
যে রাতে আল্লাহ্পাক অগণিত বান্দাকে করেন মাগফেরাত।

দয়াময় দয়াল আল্লাহ লাইলাতুল কদরে করো মোদের ক্ষমা
জীবদ্দশার পাপ পরকালের জন্য করে রেখো না জমা।
০৮ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

শ্রেষ্ঠ মানুষ

বলতে পার জগৎ মাঝে
শ্রেষ্ঠ মানুষ কারা?
মানবতার কল্যাণে জান
উজার করে যারা।

মানুষ হয়ে মানুষ তরে
আত্মাকে উৎসর্গ করে।

এমন মানুষ এই জগতে
জগৎ পূজ্য হয়
জন্মে তাঁরা জয় করেছে
মৃত্যু নামের ক্ষয়।

শ্রেষ্ঠ মানুষ চাইলে হতে
আত্মা নষ্ট না হয় যাতে।

খুব সাবধানে চলতে হবে
প্রতি পদক্ষেপে
না হয় জীবন মিশবে ধূলোয়
সময় নামের তোপে।
০৭-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++

ঈদ নিমন্ত্রন

ওগো প্রাণবন্ধু আমি তোমার প্রতি করি আবেদন
রোজার শেষে পবিত্র ঈদুল ফিতরে রইলো নিমন্ত্রম।

দয়া করে আসবে তুমি ঈদের দিনে আমার কুঁড়েঘরে
ঈদ খুশি ভাগাভাগি করবো দু’জন সারাদিন ভরে।

আমি তোমায় নিয়ে ঘুরবো আমার সারা এলাকা জুঁড়ে
আশাকরি পুলকিত হবে তোমার মন আমার সাথে ঘুরে।

তোমার জন্য কোরমা পোলাও সেমাই রাখবো আরো পায়েস
চেষ্টা করবো পূরণ করতে তোমার মনের সবগুলো খায়েস।

দয়া করে ভুলবে না আসতে প্রাণবন্ধু আমার আমন্ত্রণ
তোমার মায়াবী মুখ দেখতে ব্যাকুল আমার পাগল মন।

তোমার অপেক্ষায় চেয়ে থাকবো আমি ঈদুল ফিতরের দিনে
আমার ঈদের খুশি আনন্দ পুরো হবেনা তোমার সঙ্গ বিনে।
০৭ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

ঈদ আনন্দ

রমজানের রোজার শেষে আসছে যে ঐ ঈদ
ধনীরা কেনাকাটায় ব্যস্ত নাই যে তাদের নিদ।

আছে তাদের টাকা পয়সা কিনছে মনের মতো
যেথায় যাহা পছন্দ লাগছে ক্রয় করছে অবিরত।

শপিং মল অতি ব্যস্ত ধনী মানুষের জন্য
বিক্রেতা বিত্তশালীকে দিচ্ছে নিত্য নতুন পণ্য।

গরিব দুখী অসহায় করছে জীবন সংগ্রাম
দু’মুটো অন্ন জোঁগাড়ে তাদের ঝড়াচ্ছে মাথার ঘাম।

নাই তাদের ঈদ আনন্দ বা কেনাকাটার টাকা
ঈদপণ্য ক্রয়ের সামর্থ্য নাই পকেট রয়েছে ফাঁকা।

গরিব দুখীর সাথে ঈদের খুশি করতে ভাগাভাগি
আল্লাহ্ ফেতরা দেবার বিধান করছে ধনীর লাগি।

ঈদ আনন্দ ভাগে ফেতরা দাও বিত্তশালী যারা
ধনী গরিব নির্বিশেষে খুশিতে হতে মাতোয়ারা।
০৬ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

মহিমান্বিত রজনী

পবিত্র মাহে রামাদ্বান সারা বছরের মধ্যে সর্বোত্তম মাস
গুনাহ মাফ চেয়ে খোদার দরবারে করজোড়ে উঠালাম হাত।

রামাদ্বানে আল্লাহ্ ক্ষমা করেন একে সত্তর হিসাব করে
রোজাদারের প্রতি রহমত বরকত বর্ষিত হয় পুরো মাস ধরে।

রহমত নাজাত মাগফেরাত অন্তর্নিহিত সারা রামাদ্বান মাসে
আল্লাহ্পাকের করুণায় দুনিয়া তখন মানব কল্যাণে ভাসে।

রামাদ্বান মাসে বন্ধ রাখেন সব জাহান্নামগুলোর দরজা
জান্নাতের প্রতিটি দরজা খুলে মওকুফ করেন বান্দাদের সাজা।

লাইলাতুল কদর রাত্রি হাজার রাতের চেয়ে উত্তম রজনী
সেই রাত্রে পবিত্র কোরআন নাজিল করেন রব দিয়ে একত্ববাদের বাণী।

মহানবীর কাছে জিব্রাঈল কদর রাত্রিতে কোরআন রাখেন আমানত
কেয়ামত পর্যন্ত পবিত্র কোরআনের আল্লাহপাক করবেন হেফাজত।

দুনিয়ার মুমিন মুসলমান রামাদ্বানকে কখনো করো না অবহেলা
নওজোয়ান বয়সে রোজা রাখো অন্যথায় অনুশোচনা করবে বয়োবৃদ্ধ বেলা।
০৫ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

সাম্যের পবিত্র ঈদ

আত্মশুদ্ধির মাস রমজানের শেষে এলো খুশির ঈদ
অসহায় গরিবের প্রতি বাড়াও হাত খুলে সবার হৃদ।

ঈদের খুশি গরিব মিসকিনের সহিত করো ভাগাভাগি
কেহ যেন অভুক্ত বস্ত্রহীন না থাকে অন্ন বস্ত্রের লাগি।

মুক্তহস্তে হৃদয় খুলে দরিদ্রকে ফিতরা যাকাত করো দান
তোমার প্রতি রহমত বর্ষিবে মহান আল্লাহপাক সুবহান।

দেখো তোমার চতুর্পাশে অনাহারে আছে কত মানুষগণ
তাদের জীবনে ঈদের সঠিক খুশি আসে কি কখনো?

ঈদের খুশিতে ভরিয়ে তুলো আত্মীয় পড়শি সবার মন
ঈদ যেন হয় ধনী গরীব নির্বিশেষে সবার আনন্দের ক্ষণ।

ঈদ বয়ে আনুক সবার জন্য অনাবিল সুখ ও খুশির বার্তা
মঞ্জুর করো মোনাজাত ওহে জগৎস্রষ্টা দুনিয়ার পালনকর্তা।
১১ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++

ক্ষণিকের জীবন

ক্ষণিকের জীবন নিয়ে কিসের এতো বড়াই অহঙ্কার
প্রভুর ডাক আসলে ছেড়ে যেতে হয় এই জগৎ সংসার।

সাধ্যের অসাধ্য হয়ে যায় পৃথিবীতে বেঁচে থাকা
নির্দ্বিধায় করতে হয় চিরায়ত মৃত্যুর সাথে দেখা।

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মোরা একই পথের পথিক
মৃত্যুবরণের পরে কি যে হবে কারো জানা নাই সঠিক।

দুনিয়ার মায়াজালে ভুলে যাই আমরা সৃষ্টিকর্তার নাম
নশ্বর ধরণীতে মোরা চাই বাড়ি গাড়ি খ্যাতি আর সুনাম।

বিধাতার কাছে নাই ঐ সমস্ত পার্থিব জিনিসের কোন দাম
পরকালে স্বর্গীয় সুখ পেতে করতে হবে আরাধনা উপাসনার কাম।
১২ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।