আজ-  ,


সময় শিরোনাম:

আনন্দ ভাগাভাগি

আনন্দ ভাগাভাগি
-শরীফ নবাব হোসেন

যার আছে সেই দেয়
যার নাই তাকে দেয়
দুঃখ কারো থাকবে না
মন খারাপ করবে না
সবাই উঠবে উৎফুল্লতায় মেতে
ভালোবাসার রঙিন মালা গেঁথে
ভাববে না কাউকে পর
হৃদয়ে বাঁধবে মমতার ঘর
ঈদের খুশি হয় নিরন্তর সবার
ঈদ আসুক নিত্য বার বার।

উদার মনে করে দান
প্রশান্ত হয় অসীম মনপ্রাণ
এ দেয়া-নেয়া চলে আল্লাহর নির্দেশে
এটা চির জাগরুক রাসূলের আদর্শে
ঈদের আনন্দ সবাই মিলে
সুখে থাকবে সব মানুষ মিলেমিশে
ঈদগাহে যাবে মনের যত কালিমা ভুলে
মানুষকে ভালোবেসে স্রষ্টার সন্তুষ্টি লাভে
রমাদান ও ঈদের আদর্শে সুন্দর হোক সমাজ
হিংসা বিদ্বেষ পাপ পঙ্কিলতা দূর হোক আজ।

রমাদানের পর এলো ঈদ
হয়েছে খোদাভীতি অর্জনের ভীত
সিয়াম সাধনায় আত্মশুদ্ধি লাভের প্রশিক্ষণ
সারা বছরই নেক আমলে করি সমর্পণ
অবৈধ কর্ম অন্যায় অবিচার জুলুম
আমার দ্বারা কেহ না হয় যেন মজলুম
রমাদান ও ঈদের শিক্ষাই নিরলস ত্যাগ
এ ত্যাগের বিনিময়ে পাবো আল্লাহর নৈকট্য লাভ
সরল সঠিক পথে করবো পুণ্য কাজ
সমাজে হবে সবার জন্য প্রশান্তির নিবাস।
০৯-০৪-২০২৪ইং