আজ-  ,


সময় শিরোনাম:

সুখের ক্রেতা

সুখের ক্রেতা
-সৈয়দা শিরিন আক্তার

একছত্র জমি মালিকানায় ভাগ বিস্তর,
যাদের আছে কোটি কোটি অর্থের জোগানদাতা
তাদের কাছে আশ্রয়হীন তুচ্ছতাচ্ছিল্য করে রাখা।

তফাৎ এ আর কি এমন ভুড়ি ভুড়ি
নজরানা বলাইবাহুল্য।

দুঃখিজনের দুঃখের ভাগ কে বা কারা
নিজের করে নিতে জানে।

এ জগতে হায় সবাই সুখের ক্রেতা
নিজের সুখটাই আগে দেখে, মরুক তারা
দিন আনে দিন খায় পচে গলে হ‌উক সারা।

নতুনের সাথে করে বাস পোড়ানো অধ্যায়
মুছে দিতে চায় দুঃখিজনের ঘাড়ে চেপে
গঁড়ে তুলে শক্ত কংক্রিটের দালান।

এ আর নতুন কি
পুড়োনো জাত স্বভাব স্বৈরাচারী মন নিয়ে
ওরা আজ সমাজে রাতারাতি বনে যায়
দেখাতে চায় তারাই শ্রেষ্টত্বের দাবিদার।
১৪-১২-২০২৩ইং, ব্রাহ্মণবাড়িয়া।