আজ-  ,


সময় শিরোনাম:

শেষ পাড়ানির ঘাটে বসে বাজাই প্রাণের কাহন

শেষ পাড়ানির ঘাটে বসে বাজাই প্রাণের কাহন
-বিশ্বজিৎ সেন

একে একে এক হয়ে যায় গভীর হলে প্রণয়
তখন দোঁহার প্রতি দোঁহার বাড়ে ভীষণ বিনয়।

তবে মধুর সে সম্পর্ক টেকেনা বেশি দিন
একটা মনের একটু ভুলেই বাজে বিষাদের বীণ!

ভাল্লাগেনা পাখির কূজন ছড়ায় না ফুল ঘ্রাণ
একটা কণ্ঠ শোনার আশায় হয় না ব্যাকুল প্রাণ!

পানসে হয়ে যায় দু’জীবন বসেনা মন কাজে
মগজ জুড়ে ঘুরপাক খায় চিন্তা আজেবাজে।

এক থেকে এক বিদায় নিলেও তবুও থাকে এক
এটা প্রেমের হিসাবনিকাশ বাস্তব থেকে আলেক!

প্রণয় এসে উঁকিঝুঁকি মেরেছিল একবার
উড়ে গেল রোদন দিয়ে কতই আছে শেখবার?

ভাঙা হারমোনিয়াম নিয়ে বসি মাঝে মধ্যে
মহাকাব্য রচনার পর হাঁটছি সান্ধ্য গদ্যে!

মনের ভেতর মন্দিরে এক নারীর আসা-যাওয়া
চেষ্টা চালাই কবিতায় তার যদি যায় মন পাওয়া।

মনের বিষাদ দুঃখ কাঁদে হরেক স্বপ্ন ভাঙে
এক পলকের একটু দেখা পোড়া মনটা রাঙে!

মহাকবির মূলধন মন আর কল্পনা তার বাহন
শেষ পাড়ানির ঘাটে বসে বাজাই প্রাণের কাহন।
১৪/১২/২০২৩ইং, চট্টগ্রাম।