আজ-  ,


সময় শিরোনাম:

যে তুমি বন্ধু নও পরিচিত মাত্র

যে তুমি বন্ধু নও পরিচিত মাত্র
-বিশ্বজিৎ সেন

আমার আর ‘তার’ মধ্যখানে নেই এমন ফারাক কোনো
যার মধ্যে নাক গলাতে পার
আকাশে মেঘ জমে বজ্র করে উৎপাত
সুতরাং কিসিঙ্গারী করাটা ছাড়।

আমাদের ভালোবাসায় খাদ নেই খুঁতও নেই
তাই এর এতো শক্তি এতো বেশি মজবুত
আঁরার এই সম্পর্কটা ‘মাধ্যাকর্ষণ’ শক্তি নয়
বলা যায় ‘মহাকর্ষ’ সম্ভূত!

দু’জনেরই পরিচিত তুমি বন্ধু নও কিছুতেই
আশা করি তথায় থেকো
আমাদের এ ভালোবাসা ছিঁড়বে না; ভাঙবেও না
কেবল কথাটা মনে রেখো।

আমার সেই ‘তার’ পরিচয় দেব না সুস্পষ্ট কারেও
যেহেতু তার ‘এনআইডি’ নেই
কখনো সে আরাধ্যা দেবী কখনো দেশ বা ভাষা
হঠাৎ ‘নারী’ বেশে সামনেই!
১০/১২/২০২৩ইং, চট্টগ্রাম।