আজ-  ,


সময় শিরোনাম:

কথামাত্রই শব্দ ব্রহ্মর সৃষ্টি যুগপৎ অমৃত-গরল

কথামাত্রই শব্দ ব্রহ্মর সৃষ্টি যুগপৎ অমৃত-গরল
-বিশ্বজিৎ সেন

কাউকে কিছু বলার আগে যাচাই করে নাও
কথাটা বলার যোগ্য তুমি কিনা
কথামাত্রই শব্দ ব্রহ্মর সৃষ্টি যত্রতত্র
যখন তখন করোনা ব্যবহার যুক্তি বিনা।

কারো কাছে হাত পাতার আগে চিন্তা করে
দেখো পাবার সম্ভাবনা কতটুকু
ব্যক্তিত্ব হাঁরালে একবার পাবে না তো ফিরে
আর ধনী হলেও রবে চিরদুখু।

কেউ কাউকে পারে না দিতে কিছুই যদি
তা স্রষ্টার গায়েবি আজ্ঞা না পায়
মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া মারাত্মক গর্হিত কাজ
প্রায়শ ওপর থেকে নিচে বয়ে যায়!

স্রষ্টার সম্মতি ছাড়া রাজা-রানি হওয়া যায় না
নয়ত দোয়া ভিক্ষা করা হয় কেন?
অধ্যাত্মবাদের সাথে বস্তুবাদের এখানেই ঘটে
দ্বিমত আইনস্টাইনও বিব্রত মেন!

যেকোনো ধর্মের ধার্মিক মানবতার বন্ধু আর
ধর্মান্ধরা সবধর্মের আপদ-উৎস ধান্ধার।
কোন ধর্মের কুৎসা রটানো মোটেও উচিৎ নয়
কারণ প্রত্যেক ধর্মেই আছে আলো-আন্ধার!
১৩/১২/২০২৩ইং, চট্টগ্রাম।