আজ-  ,


সময় শিরোনাম:

বৃটেনে মৌলভীবাজার জেলার তিন কিংবদন্তি এম সাইফুর রহমান, সৈয়দ মহসীন আলী ,আজিজুর রহমানের স্বরণে ‘ভার্চুয়াল স্বরণ সভাঅনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,আতিকুর রহমান: বৃটেনের গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে জেলার তিন কৃতিসন্তান বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ,ভাষা সৈনিক, জাতীয় সম্মাননা একুশে পদকে ভূষিত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, ৭১ এরবীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, গণ মানুষের নেতা, রাষ্ট্রের সর্বোচ্চ পদক মরোণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীসৈয়দ মহসীন আলী এবং বিশিষ্ট রাজনীতিবিদ, মাটি ও মানুষের নেতা, সাবেক গণ পরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, সংসদের সাবেক  হুইপ,রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদকে ভূষিত সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আজিজুররহমানের স্বরণে ‘ স্মৃতিতে অম্লান’ শীর্ষক এক ভার্চুয়েল আলোচনা সভা গত ১৪ই সেপ্টেম্বর লন্ডন সময় দুপুর ২টার সময় অনুষ্ঠিত ভার্চুয়েলআলোচনা সভা সংগঠনের সভাপতি রুহুল আমীন চৌধুরী মামুন, এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল এরপরিচালনায় এক ভার্চুয়েল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত তিন কিংবদন্তি গুণীজনের স্মৃতি চারণ আলোচনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আলোচকরা তাদের বর্ণাঢ্য ও কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বলেন তিনজনেই স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখে গেছেন।

যেসব মানুষ নিঃস্বার্থ এবং নিরলস ভাবে মানুষের কল্যাণে নিজেদের বিলিয়ে দেন মৃত্যুর পর তারা অমর হয়ে থাকেন।

আলোচকরা বলেন দেশ ও জাতির জন্য তাদের যে অবদান রয়েছে বৃহত্তর সিলেট তথা পুরো জাতি কৃতজ্ঞতার সাথে স্বরণ করবে। তারা আমাদেরজেলাকে করেছেন গর্বিত।

তারা দেশ, জাতি, মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে আমৃত্যু যে ভূমিকা রেখে গেছেন সেই জন্য তারা গণমানুষের মনিকোঠায় আজন্ম স্বরণীয়হয়ে থাকবেন।

আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান,  মৌলভীবাজার ডিস্ট্রিক্টওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি এবং প্রতিষ্টাতা সভাপতি ফারুক আহমদ , সংগঠনের উপদেষ্টা প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এস এম কামালউদ্দিন,  যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ম্যানচেস্টার বিএনপির সভাপতি কামাল হোসেন, ইউকে বিডি টিভির চেয়ারম্যানআওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর, সাবেক ছাত্রনেতা  কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ম্যানচেষটার আওয়ামীলীগের সাধারণসম্পাদক কার্ডিফ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক ছাত্র নেতা একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান অদুদআলম,  সংগঠের সহ সভাপতি  সাবেক সাধারণ সম্পাদক মঈন আহমদ লিটন,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুদ্দীন বুলবুল,   সৈয়দ মহসীন আলীর তনয়া সৈয়দা সাবরিনা শারমিন ও সৈয়দা সানজিদা শারমিন, জনাব আজিজুর রহমানের পরিবারের সদস্য সামাদুররহমান,  জনাব এম সাইফুর রহমানের ভাতিজা আমেরিকা প্রবাসী রুহেল আহমদ,ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগর সভাপতি ওয়েছকামালী,সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদ, এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমদ সুমন,স্বাধীন বাংলা অনলাইন টিভিরচেয়ারম্যান বাদল আহমদ,ইউকে বিডি টিভির ডাইরেক্টর খায়রুল কবির লিংকন,এন এল অনলাইন টিভির নজরুল ইসলাম ইমন, কমিউনিটিনেতা মানসুর খাঁন, সাব্বির আহমদ চৌধুরী পাপ্পু, রাধা কান্ত ধর, জাকির খাঁন,রুপম আহমদ, এ রায়হান প্রমুখ।

উক্ত ভার্চুয়েল আলোচনা সভার মিডিয়া পাটর্নার ছিলো অনলাইন টিভি স্বাধীন বাংলা টিভি, ইউকে বিডি টিভি এবং এন এল টুয়েন্টি ফোর.