আজ-  ,


সময় শিরোনাম:

মৌলভীবাজারে ভিক্ষুক পূর্নবাসনে ভেড়া বিতরন মৌলভীবাজার প্রতিনিধি ॥

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ভেড়া পালন ও দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ভিক্ষুক পূর্নবাসনের লক্ষ্যে ভেড়া বিতরন করা হয়েছে।
গতকাল (২৭ সেপ্টেম্বর) রবিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আব্দা বহুমুখী যুব সংঘের আয়োজনে ৮নং কনকপুর ইউপি কার্যালয়ের হল রুমে এ বিতরন সভা অনুষ্ঠিত হয়।
৮নং কনকপুর ইউপির চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ভেড়া বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। আব্দা বহুমুখী যুব সংঘের সভাপতি সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন,সংগঠনের কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান,আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম,সুজাউল ইসলামসহ এনজিও কর্মকর্তাগন। সদর উপজেলার কনকপুর ইউপির ভিক্ষুক পূর্নবাসনের লক্ষ্যে ১৭জন ভিক্ষুকদের মধ্যে ৩৪টি স্থানীয় জাতের ভেড়া বিতরন করা হয়।
ছবি সংযুক্ত ২টি।