আজ-  ,


সময় শিরোনাম:

কমলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্র্থীদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

মৌলভীবাজার প্র্রতিনিধ্ ি॥

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০১৭-১৮ আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কমলগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।।
গত(০৯জানুয়ারি) কমলগগঞ্জ উপজেলার এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি প্রতিষ্ঠান হলো:- এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়,আব্দুল মছাব্বির একাডেমি, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় ও বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর বালক ও বালিকারা (একক ও দ্বৈত) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বালক এককে চ্যাম্পিয়ন এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আলিফুর রহমার চৌধুরী। বালক এককে রানার-আপ আব্দুল মছাব্বির একাডেমি উচ্চ বিদ্যালয়ের জুম্মান আহমেদ। বালিকা এককে চ্যাম্পিয়ন হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের রেহেনা আক্তার,বালিকা এককে রানার-আপ বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ ্এর সামিয়া ফেরদৌস সানি। বালক দ্বৈত চ্যাম্পিয়ন বিএ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর জুবায়ের আহমেদ ও সাইদ মাহমুদ সাদ। বালক দ্বৈত রানার-আপ আব্দুল মছাব্বির একাডেমি উচ্চ বিদ্যালয়ের ইমন ও আব্দুর রাজ্জাক। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের তাকমিনা আক্তার ও সাবিয়া আক্তার চাঁদনী। বালিকা দ্বৈত রানার-আপ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী দেবনাথ,বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর সামিয়া ফেরদৌস সানি। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করেন এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেবব্রত পাল,ফয়জুর রহমান ও বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজের মোঃ আবুল হাসান। এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ বি এম আরিফুজ্জামান অপু। পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী এবং এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।