আজ-  ,


সময় শিরোনাম:

নওগাঁয় সড়কে প্রাণ গেল বাবা-মার,হাসপাতালে ছেলে


## শিমুল হাসান,, ( নওগাঁ) প্রতিনিধি :
 নওগাঁ থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বগুড়ায় কর্মস্থলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক দম্পতি।  এ দুর্ঘটনায় ওই দম্পতির পাঁচ বছর বয়সী ছেলে জুনাইদ ইসলাম এবং অপর মোটরসাইকেল চালক আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনাটি নওগাঁ সদরের ইয়াদআলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালি গ্রামের আকরামের ছেলে আনসার সদস্য এনামুল হক (৪০) ও তার স্ত্রী মোছা. বৃষ্টি (৩২)। নিহত এনামুল হক আনসার সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আনসার ভিডিপির বগুড়া কার্যালয়ের কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ। নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল স্টেশন উপ সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময়  ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেল চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।পরে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নিহত দম্পতির মরদেহ নওগাঁ সদর হাসপাতালের  মর্গে নিয়ে যায়। এ প্রসঙ্গে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শিশু এবং সংঘর্ষে জড়ানো মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দুজনেই চিকিৎসাধীন আছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হইনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।