আজ-  ,


সময় শিরোনাম:

মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি মাধুরী মজুমদারের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

অপরাজিতা লায়লা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মল্লিকা দে, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা যুব উন্নয়নের কর্মকর্তা ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামছুদ্দিন, অপরাজিতা রাবেয়া আকতার, গুলনাহার বেগম, পারভিন আক্তার প্রমুখ।

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী অপরাজিতা ও বিভিন্ন উপজেলার অপরাজিতা নেটওয়ার্কের নারী নেত্রীবৃন্দ সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, প্রিপট্রাস্ট এর সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার দে, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, প্রিপট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর শাহাবউদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।