আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

গোলাম মওলা শিকদার এর ৬টি কবিতা

গোলাম মওলা শিকদার এর ৬টি কবিতা

আমার বচন

বসতেই ব্যস্ত যে অপরের সমালোচনায়
বুঝবে তার ভিতরটা পরিপূর্ণ লোভ লালসায়।
চলার পথে যার মাথা নীচু রয়
সে সৎ ও ধৈর্যশীল নিশ্চয়।
যে মাথা উঁচু করে দ্রুত হাঁটে ও উচ্চ কন্ঠে বলে কথা
বুঝবে ঝগড়াঝাটি করার স্বভাব তার অযথা
তাকে এড়িয়ে থাকাই সঠিক পন্থা।
তাড়াহুড়ো ভাব দেখাবে যে
বুঝবে কুমতলবে এসেছে সে
সাবধান হওয়াটা জরুরি যে।
ঘুম থেকে উঠে যে ভোরবেলা
সফলতায় কাঁটে তার সারাবেলা।
কথায় দাপট যার
বুঝবে কর্মে অলসতা আছে তার।
কথা মনোযোগ দিয়ে শুনে
তারপর কর্মে অংশগ্রহণ করে
বুঝবে বিচক্ষণ লোক তাঁকেই বলে
তাঁর প্রতি ভরসা চলে।
২৮/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++

জানিনা কোথায় শেষ গমন

চলছিতো চলছি চলতে চলতে বার্ধক্যে পৌঁছেছি
গন্তব্য কোথায় জানিনা
চলার গতি কখন থামবে তাও জানিনা
তবে থেমে যাবে এটা নিশ্চিত এটা চিরন্তন রীতি
শুধু মানুষের জন্য নয় সকল জীবের জন্য একই রীতি
মাঝখানে প্রবাহিত জীবন জীবিকা।
ক্ষুধা চাহিদা যৌন তাড়না জন্ম-মৃত্যু চিরন্তন সত্য
খোলা হাটবাজার খেলা রাজা প্রজার মিলনমেলা
আনন্দ ক্রন্দন নতুনত্বের সন্ধান গবেষণা বিশ্লেষণ উন্নয়ন
আবার সৃষ্ট সমস্যা সমাধানের জন্য বিশ্লেষণ
কার্যকর পদক্ষেপ গ্রহণ- এইতো জীবন
জানিনা কোথায় শেষ গমন।
২৭/০৪/২০২৪ইং

++++++++++++++++++++++++

নৈতিক শিক্ষার বিশ্ববিদ্যালয় গৃহ

সর্বদা করো প্রত্যাশা
যাপিত জীবন কেমনে হবে শান্তিময়
শেষ বিদায়কালে কিভাবে হবে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা
এমন চিন্তা অন্তরে রাখো সর্বদা।
আমার মতে যাপিত জীবন ও শেষ বিদায়কালে
শান্তিতে ঘুমানোর একটাই ব্যবস্থা
সেটা হলো- প্রতিটি মা-বাবাকে গৃহেই চর্চা করতে হবে নৈতিকতার
সন্তানদের শিশুকাল থেকেই শেখাতে হবে
আদব কায়দা ন্যায় ন্যায্যতা
তবেই কিশোর যৌবনে লালন পালন করবে
সততা শৃঙ্খলা ন্যায় ন্যায্যতা।
এগুলো মানবিক গুণাবলি
এই মানবিক গুণাবলি শিক্ষার বিশ্ববিদ্যালয় গৃহ;
প্রধান শিক্ষক শিক্ষিকা মা-বাবা।
তাই প্রত্যেক পরিবারের মা-বাবাকে হতে হবে দায়িত্ববান
তবেই নিজেদের ও সন্তানদের পারিবারিক জীবন
কর্মস্থল বৃদ্ধকাল কাঁটবে না হতাশায় বরং হবে মর্যাদাবান।
বিনয়ের সাথে বলছি
প্রত্যেক পরিবারে মা-বাবাকে হতে হবে দায়িত্ববান
গৃহেই চর্চা করতে হবে নৈতিকতার;
সকলেরই যাপিত জীবন হবে শান্তিময়
দোলনায় দুলেই হবে শেষ বিদায়।
২৬/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++++

আমি সত্য সন্ধানে প্রাণান্ত

বিভিন্ন প্রজাতির প্রাণী বিভিন্ন বৈশিষ্ট্যের হলেও
অধিকাংশ ক্ষেত্রে মানুষের সাথে তাল মিল রয়েছে বল
পর্যবেক্ষণে মনে হচ্ছে।
প্রাণী মাত্রই ক্ষুধা যৌন চাহিদা জন্মমৃত্যু চিরন্তন সত্য
জন্ম নিলেই মৃত্যু জন্মটাও রহস্যময় মৃত্যুটাও রহস্যময়
তবে সকল প্রাণীর ক্ষেত্রেই জন্ম হলেই মৃত্যু অবধারিত।
প্রাণের এই আগমন গমন বা জন্ম-মৃত্যু গভীর ভাবনার বিষয়
এসব বিষয়ে আমি ঘুরপাক খাচ্ছি
প্রাণীদের জন্ম-মৃত্যু বা আগমন গমনে কোনো যোগসূত্র আছে?
ভাবনায় হই বিহ্বল কেন প্রাণীর আগমন?
কেন প্রাণীর গমন? কেন কিছুক্ষণের জন্য অবস্থান গ্রহণ?
কেন সম্পাদন হচ্ছে বিচিত্র কার্যক্রম ও বিচিত্র জীবনযাপন?
কোনো কোনো প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে
আবার কোনো কোনো প্রজাতির প্রাণী বৃদ্ধি পাচ্ছে
কোনো কোনো প্রজাতির প্রাণী কমে আবার বৃদ্ধি পায়।
এসব প্রশ্নের উত্তর অন্বেষণ করি
বিভিন্ন ধারণা প্রকাশ করি
অনেক সময় নিজের ধারণা
নিজের কাছেই স্ববিরোধী মনে হয়।
তবুও সঠিক উত্তর খুঁজছি প্রাণান্ত
সত্যের সন্ধান করেছি নিতান্ত
এখন আমি ক্লান্ত তবুও হবোনা শান্ত
দেখবো কোথায় লুকায়িত সত্য
কে করে আদি আন্ত, কোথায় তাঁর শেষ দিগন্ত?
০১/০৫/২০২৪ইং

+++++++++++++++++++++++++++++

প্রকৃতির সেবাশুশ্রূষা

প্রকৃতিকে ভালোবাসো
প্রকৃতিকে উপেক্ষা করিওনা
প্রকৃতির সেবাশুশ্রূষা করো।
প্রকৃতি প্রতিনিয়ত দিয়ে চলছে
অদূরভবিষ্যতেও দিবে।
প্রকৃতির বদৌলতে বেঁচে আছি
প্রকৃতি আমাদের ঘিরে রেখেছে আগলে রেখেছে
আবার প্রকৃতিতে বিলীন হয়ে যাবো।
বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতির লীলাভূমি
জীবের আগমন গমন এবং বিচরণ
ধারাবাহিক কার্যকারণ।
প্রকৃতির সেবাশুশ্রূষা লালনপালন মানুষের কাম্য
তবেই জীবনটা হবে শান্তিময় অনন্য।
প্রকৃতি সুস্থ জীবনযাত্রা সুস্থ
প্রকৃতি অসুস্থ জীবনযাত্রা অসুস্থ
সুস্থতা জীবমাত্রই কাম্য এবং আবশ্যক।
সুস্থ জীবন সুস্থ মন আনন্দ সারাক্ষণ
অসুস্থ জীবন অসুস্থ মন যন্ত্রণা সারাক্ষণ।
আমরা মানুষ আছে হুঁশ আছে বিবেকবুদ্ধি
ন্যায় নীতি বিচার বিবেচনা অনুভব অনুভূতি সুতরাং
প্রকৃতির সেবাশুশ্রূষা লালনপালন মানুষের দায়িত্ব ও কর্তব্য।
প্রকৃতির সুস্থতা জীবের সুস্থতা আমাদের সুস্থতা
প্রকৃতি আমাদের জন্য
আমরা একটু হই প্রকৃতির জন্য
তবেই মানবজীবন হবে ধন্য।
০২/০৫/২০২৪ইং

+++++++++++++++++++++++++++++

শাকসবজী ফলমূল দুধকলা

অনেকদিন পরে আজ দুপুরে খেয়েছি শুধু ভর্তা ভাত
খেয়েই বিছানায় হয়েছি কাত।
আমার স্ত্রী নিজে লাগিয়ে হাত
পাটা পুতায় পিষে সীম আলু বেগুন বরবটি
কাঁচা কলা সিদ্ধ করে করেছে ভর্তা
সেই সাথে করেছে টাকি মাছ ফলি মাছ বাইম মাছের ভর্তা
সত্যি আমি ভীষণ তৃপ্তি সহকারে খেয়ে
আমার মনে হয়েছে আমি কর্তা।
আমি এমনিতেই মাছ মাংস কম খাই
মাংসটা খাই না বললেই চলে
তবে দুধকলা খাই নিত্য
পরিবারের জন্য আছে অবিরত।
তবে শাকসবজি ফলমূল ভর্তা ভাত
খেলে লাগে ভীষণ সাধ
তৃপ্তিতে মনে টানে রেখাপাত
আর খেলে দুধকলা শক্তি থাকে সারাবেলা
সন্ধ্যায় ঘুমালে ঘুম ভাঙ্গে ভোরবেলা
সফলতায় ভাসে জীবন ভেলা।
খাবে শাকসবজী ফলমূল দুধকলা নিত্য
পাবে তৃপ্তি আসবে শক্তি রোগব্যাধি দূরে থাকবে সত্য
কর্মে পাবে আনন্দ দুই হাতে তুলবে সাফল্য।
৩০/০৪/২০২৪ইং