আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

শরীফ নবাব হোসেন এর ৫টি কবিতা

শরীফ নবাব হোসেন এর ৫টি কবিতা

হৃদয়ের ভালোবাসা

দু’ফোটা আঁখির জল
নেই তাতে লনার ছল
এক বুক ভালোবাসা
প্রীতির অর্ঘ্য পাবার আশা
কাছে পাবার প্রত্যাশা
নিরিবিলি বলার আছে কথা
মিষ্টি মধুর একান্ত সাহচর্য
নয়তো কিছু প্রাচুর্যের আতিশয্যে
হৃদয়ের অবারিত বিকিকিনি
প্রেমের অনাবিল হাতছানি
বন্ধুত্বের অনুপম বাঁধন
হৃদয়ে দিয়ে যায় দোলা সারাক্ষণ
এরই অনন্ত মধুময় নাম
ভালোবাসাই তার চির জীবন্ত প্রাণ।
৩০-০৪-২০২৪ইং

++++++++++++++++++++++

তীব্র দহন: আসমানী মুসিবত

পুরো মাস জুঁড়ে সীমাহীন তাপদহন
চরম খরা দেশময় রুক্ষ শুষ্ক মরুভূমি
স্বস্তির পবন নয় দমকা গরম সমীরণ
তাপনে গায়ের চামড়া যাচ্ছে পুড়ে
প্রতিদিন বাড়ছে গরমের তীব্রতা।

মানুষের বেপরোয়া কর্মকাণ্ডে সৃষ্টিকর্তা অসন্তোষ
প্রকৃতি ও বসুমাতা আমাদের উপর ক্ষুব্ধ
আমরা চলছি খায়েশের খেয়াল খুশিমতো
মহান প্রভুর দেয়া বিধিবিধান আদেশ নিষেধ মানছিনা
মেনে চলছি না সুস্থ সুন্দর সহজাত জীবনের নিয়মকানুন?

ইসলাম ধর্মের মূল স্তম্ভ যাকাত করছে না আদায়
বেড়ে গেছে মাত্রাতিরিক্ত মানুষের মাঝে হিংসা-বিদ্বেষ হানাহানি
ঝরছে অকাতরে রক্ত মজলুম পাচ্ছে না ন্যায়বিচার
চরিত্রের অবক্ষয়ে চলছে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা
অতীব মিথ্যার চর্চা আমানত খেয়ানত ও
ঠকানোর প্রবণতা চরম মাত্রায়।

পাপ কাজের জন্য করছি না তওবা
আত্মশুদ্ধির মাধ্যমে আমরা হচ্ছি না সংশোধন
উপরন্তু পাপাচার চালিয়ে যাচ্ছি দিনের পর দিন
আদায় করছি না পরের হক বরং করছি সচেতনভাবে জুলুম
হারাম হালাল জেনে মেনে করছি না জীবন পরিচালনা।

তাইতো আমাদের উপর আসছে রবের পক্ষ থেকে নানা গজব
মানব কর্মযজ্ঞ কু-আধুনিক গজবও নামছে নিত্যনতুন আধুনিক
এসব মহাদুর্যোগ থেকে খুঁজে পাচ্ছে না পরিত্রাণের পথ
নব নব ধরনের বিপদাপদ ও বালা মুসিবতে মানুষ তটস্থ
বিকৃত অসুস্থ অমানবিক মস্তিষ্ক প্রসূত কার্যকলাপে
আল্লাহর গজব হচ্ছে প্রশস্ত…
৩০-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++++

জীবনের আকাঙ্খিত স্বাদ

জীবনটা হবে কাব্যিক ছন্দময়
মনোরম গতিময়
অশেষ স্বপ্নময়
নিরবচ্ছিন্ন মায়া-মমতাময়
ইতিবাচক কর্মময়
মিলেমিশে একাকারে প্রশান্তিময়!

জীবনটা হবে প্রাণের উচ্ছ্বাসে প্রাণবন্ত
চলাফেরায় সবুজে দুর্দান্ত
কাজকর্মে সৃষ্টিতে সুকান্ত
দিয়ে যাবে অবিশ্রান্ত
মহৎ অবদানে অনন্ত
হেসে খেলে উদ্দীপনায় অনন্য।

জীবন নৌকা সবার জন্য
ত্যাগে তিতিক্ষায় হবে ধন্য
পরস্পর বন্ধনে বন্ধুত্ব
বিলীন হবে কষ্ট
আশার ময়ূখ জ্বলবে
মনের আবেগের কথা বলবে।

জীবনটা সামনের পানে এগুবে
শুভ প্রকৃষ্ট আকাঙ্খা জাগাবে
সুচারু উত্তম কাজে ব্যস্ততা
চালিয়ে যাবে লক্ষ চেষ্টা
মেটাবে হৃদয় বাসনার তেষ্টা
বসন্তের নবীন রঙে রাঙাবে জীবনটা।

জীবনটা হয় যাতে মধুময়
জীয়নকাঠির সুললিত যাদুময়
সুধাকরের রমণীয়তায় স্নিগ্ধময়
ভোরের রাঙা রবির সৌরভময়
পাখপাখালির কলতানে মুখরিত সুধাময়
পরতে পরতে জীবনটা ভরে উঠবে
নিবিড় সুকর্মময়।
০১ মে ২০২৪ইং

+++++++++++++++++++++

একটি ফুল ও একটি শিশু

একটি শিশুকে লালন পালনে
বিকাশ বৃদ্ধি ও সুস্থতার জন্য
আমাদের কত সেবাযত্ন।
একটি শিশুকে কাছে পেয়ে
কোলে নিয়ে বুকে তোলে
আমাদের কতরকম আদর স্নেহ।
শিশুটি বসুমাতার বুকে জন্ম নিলেই
তাকে সুন্দরভাবে বাঁচাতে
আমাদের প্রাণান্ত কর্মপ্রচেষ্টা।
ঐ অবুঝ পূত নির্মল মানব সন্তানকে
কোথায় রাখবো কী খাওয়াবো কী পড়াবো
চিন্তা ভাবনা পরিকল্পনার থাকে না শেষ?
শুধু মানব সন্তান নহে
একটি পশুপাখির বাচ্চাকেও
আমরা কত সযত্নে করি লালনপালন!
একটি ফুল একটি পাপড়ি একটি কলি
একটি কঁচি সবুজ কিশলয়কে
আমরা কতই না ভালোবাসি!
অথচ ফিলিস্তিনের মাতৃভূমিতে
মায়ের বুকে বাবার কোলে
প্রাণ হাঁরাচ্ছে অকাতরে সহস্র নিষ্পাপ শিশু!!
তারা প্রাণ হাঁরাচ্ছে বোমার আঘাতে
খাদ্যের অভাবে ঔষধের অভাবে
শত রোগব্যাধি সহ অক্সিজেন ও পানির অভাবে…
অথচ সভ্যতার নামধারী ধ্বজাধারী
মানবতার মুখোশধারী গণতন্ত্রের মায়াকান্নাকারী
অন্ধ পৃথিবীর অমানুষগুলো সচেতন ভাবে নিরব আজ!!!
নেতার নামধারীরা বর্তমান মর্ত্যে পশু পাষণ্ড
মানুষ নামধারী তারা পূর্ণ অমানুষ
সভ্যতার ধারক বাহকেরা অসভ্য বর্বর!
একটি শিশুকে বাঁচতে দিতে পারে না
যে সভ্যতা যে দেশ যে সব নেতা
এ ধরায় তাদের কী কোন আছে মূল্য?
২৩-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++

সুস্থ সুন্দর নির্মল পরিবেশ

হাতে হাতে হাত বাজার
পাতে পাতে তাজা সস্তা খাবার
কখনো পাবো কী
হবে কী নির্ভেজাল ঘি?

সুস্থ পরিবেশ কোথায় পাবো
সুখ দুঃখের কথা কাকে বলবো
সোজা সরল শান্তির পথে কীভাবে চলবো
প্রকৃতির প্রকৃত জৌলুস আর কী দেখবো?

বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ খাবার
কোথায় পাবো পরিমল আবাস
হাঁরিয়ে যাচ্ছে নিসর্গের সুন্দরতম উপাদান
চারিদিকে বইছে আগুনের লেলিহান।

নেই সে ষড়ঋতুর বাহার
বিবিধ ঋতুর ফুল ফল আহার
শীত বর্ষা বসন্ত নেই তাদের রূপ
প্রকৃতির বৈরী নিষ্ঠুর আচরণে তটস্থ মুখ!

এসবই আমাদের কর্মফলের অর্জন
পরিবেশের উপর করছি প্রতিনিয়ত আঘাত
স্রষ্টার অনিন্দ্য সৃষ্টিকে করছি না রক্ষা
মানব জীবনের হচ্ছে পদে পদে শোচনীয় অক্কা!

নেই সে আগেকার শান্ত স্নিগ্ধ সুনিবিড় গেঁয়ো জনপদ
নগরায়নের অশুভ যাতাকলে পিষ্ট জীবন
আসলটা ক্রমশই বিলুপ্তির পথে
বাঁচতে হচ্ছে প্রতিক্ষণ নকল কৃত্রিমতার সাথে!!
২৮-০৪-২০২৪ইং