আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

এস কে মহসীন আলী এর ৩টি কবিতা

এস কে মহসীন আলী এর ৩টি কবিতা

যতো দুর বাংলার সুর

এ বাংলা যতো দুর বাঙ্গালী ততো দুর
বাংলা হলো বাঙ্গালীর মা সবার একই সুর।
যতো করো ভাগ ভেদাভেদ বৈষম্য করে
যতো দুরে বাস করি যেনো বাংলা যাদের ঘরে।
সবাই যেনো বলবো কথা এক সারিতে এক সুরে
হউক না যতো বিভেদ মোদের তুচ্ছ কাঁটাতারে।

ঘাত প্রতিঘাত লাগে যখন
সবার আগে মুখে তখন
ডাকিয়ে উঠি মা
এটাই যেনো প্রমাণিত
বাঙ্গালিরা একই মায়ের ছা।

জাত ভেদাভেদ জানার মাঝে মানার বৈষম্য
তাই নিয়ে হবে বিবাদ নহে বাঙ্গালির কাম্য।
সাদা-কালো বর্ণের বৈষম্যে কতো খুনাখুনি ঘটে
জাত বৈষম্যেও বাঙ্গালির কোনো দিনো ঘটে নি বটে।
২৯/০৪/২৪ইং

++++++++++++++++++++++++++++++++

এ বাংলা আমার

এ বাংলা আমার সবুজ শ্যামল নদী নালায় ভরা
এ বাংলা আমার ছয় ঋতুরদেশ বিশ্বে সবার সেরা।
এ দেশেতে সোনা ফলে; ফলে সোনালী আঁশ
এক মুঠো এ দেশের মাটি করে না নিরাশ।
পদ্মা নদী ভরা থাকে জাতীয় ইলিশ মাছে
এ মাছেরেই সেরা কদর গোটা বিশ্বের কাছে।
এ দেশে আজ ভূমির নিচে আছে খনি থরেথর
তাইতো বিশ্বের ভিন্ন দেশ দিচ্ছে কু-নজর।
সজাগ থাকো নজর রাখো হায়নাদের তরে
সেবার নামে মোদের দেশে আসিতে না পারে।
জেনে রেখো আসে যদি এ দেশের পাশে
সুযোগ বুঝে ধ্বংস করবে রাক্ষসীর ঐ গ্রাসে।
এ দেশে মোরা বীর সেনানী বীরঙ্গণার জাত
শপথ করো শক্ত হাতে তুলে দু’টি হাত।
বিশ্ব সেরা ঈমানীদের এ বাংলায় বাস
স্রষ্টার উপর বিশ্বাস রাখো হইওনা নিরাশ।
২৮/০৪/২৪ইং

+++++++++++++++++++++++++

এ বাংলা বীর বীরঙ্গণার

বাংলাদেশ বাংলাদেশ
ঐ রক্তঝরা বিজয় করা
মোদের বাংলাদেশ।
বাংলাদেশ বাংলাদেশ
এদেশের ঐ বাঙ্গালীরা
করেনি মাথা নত।

যুদ্ধ করে শহীদ হয়ে
দিয়েছে রক্ত যত
তবু সেদিন বাংঙ্গালীরা
করেনি মাথা নত।
বাংলাদেশ বাংলাদেশ
এই বীরের বাংলাদেশ।

এপার ওপার বাংঙ্গালীরা
বেধেছিল জোট
তবে জেনো পাকিস্তানীর
করেছে প্রতিরোধ।
বাংলাদেশ বাংলাদেশ
মোদের সোনার বাংলাদেশ।

যুদ্ধে সেদিন মা বোনেরা
ছিলোনা ঘরে বসে
তারাও সেদিন যুদ্ধের মাঠে
ছিলো মোদের পাশে।
নারী পুরুষ বাঙ্গালীদের
ছিলো না ভেদাভেদ
নারীরাও সেদিন পাকিস্তানীর
করেছে শিরোচ্ছেদ।
বাংলাদেশ বাংলাদেশ
মোদের গর্বের বাংলাদেশ।

লক্ষ নারী মা-বোনেরা
হয়েছে ইজ্জত হারা
তার প্রতিশোধে পাকিস্তানীর
করেছে বিদায় তারা।

পাকিস্তানী ইজ্জতহানী
নারীর করেছে বিরম্বনা
তাই তো নারী যুদ্ধে সেদিন
সেজেছে বীরঙ্গণা।
বাংলাদেশ বাংলাদেশ
এ বাংলা বীর বীরঙ্গণার।
২৬/০৪/২৪ইং