আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

সরদার সাকিব আহমেদ ৪টি কবিতা

সরদার সাকিব আহমেদ ৪টি কবিতা

দুঃখ বিলাই

আমি আপন হতে
দুঃখ বিলাই…

দুঃখ জ্বালার ক্ষরণ খেলায়
দেখে আমায় সকল পালায়
সকল পালায়!
সকল পালায়!

জানলে না মন পুড়লে সদায়
রইবে খাঁটি গিঁড়ায় গিঁড়ায়
ধরবে আগুন শিরায় শিরায়

ঘটবে তখন শক্ত বড়ায়
উঠবে উড়ে বৃহৎ চুড়ায়

বুঝবে তখন কেন আমি
দুঃখ জ্বালার ক্ষরণ খেলাই!
২৮/০৪/২০২৪ইং

+++++++++++++++++

আসুক শীতল বেলা

আজি আগুন লেগেছে
হৃদয় ভেঙ্গেছে
লেগেছে ভীষণ খড়া
চারিদিক কাঁপে রৌদ্র তাপে
তপ্ত হল রে ধরা।

আকাশ থেকে নামেনি রে জল!
কত দিন মন হয়নি শীতল।
লাগেনি প্রাণে দোলা!
আনচান মন সৃষ্টিরা খোঁজে
ভিজুক ধরনি তলা।

তপ্ত তাপে পুড়ছে জমিন
পুড়ছে নদী নালা
গোলকে ভূলকে তপ্ত নরক
দুঃখ কষ্ট জ্বালা!
মানুষের দেশে দয়াময় প্রভূ
আকাশে দিয়েছে তালা
পড়বেনা জল আকাশ থেকে
পড়ছে তাপের গোলা!

দুই হাত তুলি করি মোনাজাত
প্রভূর দুয়ার খোলা
পশলা বৃষ্টি ঝড়ুক ধরাতে
আসুক শীতল বেলা।
০১/০৫/২০২৪ইং

+++++++++++++++

হয় যেন মিষ্টি

সারাদিন রোদপড়ে
আগুনের ফুলকি
জীবনের যাত্রা
চোখে দেখি ভেলকি।
গোলকের গারদে
হয়ে আছি কয়েদি
স্বস্তিটা হাতছাড়া
জীবনের মূল কি?
কবে বুঝি ছাড়াপাই
জীবনের মুক্তি
কেন এত খরতাপ
নেই কি যুক্তি?
আসমান ফাঁকা বুঝি
একটুও জল নেই
মন বলে জল এনে
ধরনিতে চিঁটে দেই।
গরমের দাপটে
পারছিনে বেড়ুতে
মন চায় চলে যাই
হিমবাহ মেরুতে।
দিনদিন সীমাহীন
তাপদাহ বাড়ছে
মানুষের হাতে আজ
মানুষেরা মরছে।
আর বুঝি বেশি দিন
বাঁচবেনা ধরনী
তাই যেন এত তাপ
কোন দিন লাগেনি।
ধৈর্যের বাঁধ ভাঙ্গছে
দুঃসহ গরমে
দেখেশুনে মুখ ঢাঁকি
লজ্জা ও শরমে।
কতকিছু গঁড়েছি
সুখ দিতে জীবনে
সব সুখ নিভে যায়
গরমের চরমে।
আয় মেঘ বৃষ্টি
ভড়ে যাক দৃষ্টি।
ধরনীটা সুখে থাক
সুখে থাক সৃষ্টি
অনাগত দিনগুলি
হয় যেন মিষ্টি।
২৬/০৪/২০২৪ইং

++++++++++++++++

কে বলেছে বদলে যেতে?

কে বলেছে বদলে যেতে?
অসল ছেড়ে নকল খেতে?

হঠাৎ করে বদলে গেলাম
বদলে যেতে বাধ্য হলাম
শুনতে গিয়ে দেখতে পেলাম
মানুষ বুঝে চলছে সালাম
গোলক ভূলক পুড়ছে তামাম
জ্বলে পুড়ে গঁড়লো বালাম।

বদলে গেছে বন্ধু স্বজন
দৃষ্টি তাতে ভয়ের কারণ
বদলে গেছে সকল আপন
ভাবতে লাগে ভীষণ করুন।

কি হল যে এমন কারণ
আগের মত থাকতে বারণ
লংকা যেয়ে হল রাবণ
বদলে যাওয়া করলো বরণ
কেউ হলনা মনের আপণ
কেউ নিলোনা শুদ্ধ যতন
ভাংলো দুঃখে বুকের দরুণ
পড়ল খসে সকল জরণ।

তাপ দিয়ে যায় সুর্যকিরণ
গরম তাপে আসছে মরণ
পুর্বগত হচ্ছে স্মরণ
এই জীবনের ভরণ পোষন
মরলে সবই পড়বে গোপন
আসবে নতুন দিনের স্বপন
দেখবি কেবল বলতে বারণ
দুনিয়াদারি করলে যেমন
অগ্নীবানে ভাসবে জীবন
দেখবে চোখে আসল গড়ন
বুঝবে দুঃখের সকল কারণ।
২৯/০৪/২০২৪ইং