আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

মাহাতাব উদ্দিন এর ২টি কবিতা

মাহাতাব উদ্দিন এর ২টি কবিতা

বৃষ্টির বড় ইচ্ছে হল

বৃষ্টির বড় ইচ্ছে হল ওই মেঘের ভেলায় চড়তে
হাওয়ায় ভেসে হেসে হেসে মাটির পানে ঝড়তে।

তাইতো বেজায় খুশির পাহাড় নীলাম্বরীর কোণে
হেসেই মাতাল পাঁপড়ি বেশে সাদা মেঘের বনে।

ধমক দিয়ে বিজলি যখন আলোর ঝলক ছাড়ে
কেঁদে কেঁদে বৃষ্টি তখন টাপুর টুপুর ঝরে।

আষাঢ় শ্রাবণ বৈশাখে ঝরে বৃষ্টি দিনে-রাতে
একবার ফুরসৎ পেলেই যেন সুর্য‍ হাসে প্রাতে।

ডুবুডুবু ঐ গ্রাম ভাসে থৈ থৈ বৃষ্টির জল হাসে
মাঠ ঘাট পথ পেরিয়ে ঘরের কোণে বান ভাসে।

গ্রাম গঞ্জের ধৌতজল ছুটে নদীর অথৈ তল
গঁড়িয়ে নদীর মোহনায় সাগর পানে ছুটে জল।

বৃষ্টির বড় সাধ ছিল নদীর জলে এক বাঁধ ছিল
এক ঝলকে বাঁধ ভেঙ্গে সে সাগর পানে ছুট দিল।

সাগরের জল আকাশের পানে তাকিয়ে শেষে বলে
আমার সাধের সখের ভেলা ভাসিয়ে এলাম চলে।

+++++++++++++++++++++++++++++++

মায়ের সাধ

হৃদয় ছিঁড়ে আর এক হৃদয়
জন্ম দিলেন মা
ঐ একটি নামের মধু ঝরে
সারা দুনিয়া।

সদ‍্য জন্মা শিশুর মুখে
মায়ের স্বপ্ন আঁকে
তুই যে সোনা সপ্ত মানিক
জীবন মরণ বাঁকে।

চাঁদের চুমু আদর দেবো
ছোট্ট তোরই ভালে
আসমানীদের ঝুমুর দেবো
বাজাস তালে তালে।

সাত সেতারার বাজনা দেবো
সাথে বাহন পঙ্কিরাজ
সাত রাণীদের সঙ্গী দেবো
তুই স্বপ্নপুরে যাস।

কপাল জুড়ে এঁকে দিলাম
কাজল মাখা টিঁপ
আমার খোকা জয় করবে
সুখের চন্দন দ্বীপ।

বড় হবি তুই বিদ্যাগুণে
আকাশ ছোঁয়া জ্ঞানী
মার আদরের পরশ পেয়ে
হবি পরশমনি।

তুইযে আমার আশার আলো
বংশের বাতিঘর
মার আঁচলের ছুটলে বাঁধন
হয়ে যাবি পর।

তুই যে সোনা চাঁদের কোণা
সাত রাজারই ধন
তোকে পেয়ে সব ভুলেছি
দুঃখ ব্যথার ক্ষণ।