আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

ফ ই ফারুক খান এর ৩টি কবিতা

ফ ই ফারুক খান এর ৩টি কবিতা

প্রিয়তমা তুমি আসিও

প্রিয়তমা তুমি খরস্রোতা রৌদ্রময় দিনে এসো না
শরতের বিকেলে হেমন্তের সকালেও এসো না
বসন্তের তপ্ত দুপুরে আমাকে কাছে ডেকো না
বর্ষার রিমঝিম শব্দে কাজল চোখে হেসো না।

প্রিয়তমা পৌষ মাঘ ফাল্গুনে আমায় মনে করিও না
চৈত্র বৈশাখ জৈাষ্ঠে তুমি অযথা ফুলের মালা গেঁথো না
আষাঢ় শ্রাবণ ভাদ্রে কাছে এসে আমায় কাঁদিয়ো না
আশ্বিন কার্তিক অগ্রহায়ণে প্রেমের অভিনয় করে আমায় মেরো না।

প্রিয়তমা যদি তোমার কখনো কোনদিন আসতে ইচ্ছে হয়
তবে তুমি আসিও স্বপ্নযোগে বাস্তবে ফিরে নয়
আমি তো সেই কবেই হাঁরিয়ে ভুলে গেছি তোমায়
এই পারে পাইনি যদি ঐ পারে পাই আছি সেই অপেক্ষায়।
২৯/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।

+++++++++++++++++++++++++++++++++++

মানুষের বহুরূপী রূপ

মানুষের একেক বয়সে একেক রকম রূপ সৌন্দর্য
নব্যজাতক শিশু কিশোর যুবক বৃদ্ধ
একেক সময় একেক রকম হয়
যেমনটা গাছের ক্ষেত্রে
ধরুন আম গাছের কঁচি পাতার এক রূপ
মুকুল আসলে এক রূপ
ছোট ছোট আম ধরলে এক রূপ
বড় হলে এক রূপ
পেঁকে গেলে আসে আরেক রূপ
সবগুলো ফল পাড়লে গাছের আরেক রূপ
সেই গাছটি আবার ঝড়ে পড়ে গেলে বা
মরে গলে হয় আরেক রূপ
অনুরূপ মানুষের ক্ষেত্রেও তা-ই
তাতেই মানুষের এতো গর্ব অহংকার হিংসা দ্বিধাদ্বন্দ্ব?
মনের মতো মানুষ সবাই পায় না
আবার মনের মতো মানুষ সবাই হতে পারে না
যতটুকুন ই বা হয় সেটুকু কেবলই
নিজের স্বার্থ হাসিলের জন্য
মন জয় করা পাঁকা অভিনেতার বাস্তব অভিনয়
হায়রে মানুষ মানুষের এতো বহুরূপী রূপ?
ভুক্তভোগী ছাড়া এই মানুষকে চেনা বড়োই কঠিন
পদপদবি অর্থ শক্তি ক্ষমতা আচার-আচরণে
সে যেমনই হোক তবুও তো সে মানুষ!
আর এই মানুষরূপেই লুকিয়ে আছে কিছু অমানুষ
যাঁদেরকে বাহির থেকে দেখে মানুষ ভাবলেও
প্রকৃত অর্থে সে অমানুষ
আর তাঁদের থেকেই মানুষকে সর্বদা দূরে থাকতে হবে।
২৮/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।

+++++++++++++++++++++++++++++++++

কি আর করার?

লোকে যারে বড় বলে
স্মার্ট ডিজিটাল যুগে কিন্তু বড় সে নয়
অর্থ শক্তি ক্ষমতায় যে বড়
বর্তমান যুগে বড় তারে কয়
যদিও সে চারাল চন্ডাল মুচি হয়
তাতে এ সমাজের কিছুই আসে নাহি যায়।

চোর বাটপার দালাল মাস্তান হচ্ছে শাসক
লুচ্চা ঘুষখোর সুদখোররা হচ্ছে অভিভাবক
হঠাৎ করেই বড়লোক মানুষও দেখছে নতুন চমক
এই সভ্য যুগে বলো কে কাকে দেয় কঁড়া ধমক?
জনগণের ঠিকানা তো সারাজীবন-ই দেখলাম প্রাপক
সত্যের পক্ষে কত শত সহস্র জ্ঞানী গুণী কবি সাধক করছে বকবক।

ভালো লোকের দাম কমেছে মন্দের কদর বেশি
অপরাধী ছাড়া পাচ্ছে নির্দোষীরা দেখি দোষী
রাষ্ট্রের ব্যাংকের মানুষের হক লুটপাট করে হঠাৎ বড়লোক মাসী
শিক্ষিত কলম চোরের সংখ্যা বাড়ছে মরছে কেবল চাষি
এদের হাতেই জিম্মি সমাজ বাড়ছে কিশোর গ্যাংকের নৈরাজ্য বেশি
কি আর করার সমাজে বাস করতে হলে
ভালো মন্দ মিলেই চলছে মানুষের ভালোবাসাবাসি।
৩০/০৪/২০২৪ইং, ময়মনসিংহ।