আজ-  ,


সময় শিরোনাম:

গুলশান লেকের পানিতে মাত্রাতিরিক্ত দূষণ, পথচারী-এলাকাবাসীর দুর্ভোগ

দূষণের কারণে রাজধানীর গুলশান লেকের মাছ মরে ভেসে উঠেছে। এ কারণে দুর্গন্ধে অতিষ্ট পথচারী ও এলাকাবাসী। বিশেষজ্ঞরা পানি পরীক্ষা করে মাত্রাতিরিক্ত দূষণের বিষয়টি নিশ্চিত করেছেন।তারা বলছেন, আশপাশের ময়লা পানি ড্রেন বা পাইপের মাধ্যমে লেকে ফেলায় পানি দূষিত হচ্ছে।লিংক রোডগুলো নির্মাণ করার পর গুলশান লেক খণ্ড খণ্ড হয়ে পড়ে। আটকে যায় পানিপ্রবাহ। তার ওপর ড্রেন ও পাইপের মাধ্যমে আসা ময়লা পানি দূষিত করছে স্থির পানির এই লেক। শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বাড়ে।এবার পানি এত মাত্রায় দূষিত হয়েছে যে মরে ভেসে উঠেছে মাছসহ সব ধরণের জলজ প্রাণী। দুর্গন্ধে টিকতে পারছে না এলাকাবাসী, অতিষ্ট পথচারীরাও।মৎস্য অধিদপ্তর এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি লেকের পানি পরীক্ষা করে দূষণের বিষয়টি নিশ্চিত করেছে। লেকের মৎস্যচাষীরা পানি পরিষ্কার করতে সকাল বিকাল ওষুধ ছিটাচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, লেকের ওপর সড়ক নয়, সেতু নির্মাণ করতে হবে। তাহলে আর পানিপ্রবাহ আটকে যাবে না।চ্যানেল আই