আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণের কাজ চলছে।

পুরাতন টিনসেট মসজিদটি ভেঙেফেলে একই জায়গায় নতুন আঙ্গিকে একটি তিনতলাবিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চ্যারিটি কো-অর্ডিনেটর সৈয়দ মুফাজ্জল করিম নাঈম।

বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ আশরাফুল ইসলাম মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণ কাজের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে বলেন, ধর্মপ্রাণ মুসল্লীদের আন্তরিকপূর্ণ তদারকিতে মসজিদ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। মসজিদের বর্তমানে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণে অনেক টাকা প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ও দানশীলদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই দান কখনো বিফলে যাবেনা। এই দানের মাধ্যমে নিজেদের সওয়াবের খাতায় নিঃসন্দেহে আরো কিছু সওয়াব যুক্ত হবে। বিস্তারিত জানতে এবং মসজিদ নির্মাণ কাজে দানখয়রাত ও সার্বিক যোগাযোগ করতে ০১৬৭৮-৬১৫৯৪০ নম্বরে কল করুন।

উল্লেখ্য, বড়কাপন সৈয়দবাড়ী পাঞ্জেগানা মসজিদ প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত মুসল্লীদের সংখ্যা বেড়েই চলছে। আশপাশের বাসাবাড়িতে বসবাসকারী মুসল্লীদের কথা চিন্তা করে পাঞ্জেগানা মসজিদটিকে জামে মসজিদে রূপ দেয়া হলে প্রতিষ্ঠাকালীন অবকাঠামোতে মুসল্লীদের জায়গা সংকোচিত হওয়ায় ২০২২ইং সালের ১৬ সেপ্টেম্বর মসজিদ কমিটির সভাপতি সৈয়দ এ কে রিয়াজ উদ্দিন মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণ ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। এসময় মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ মুসল্লীরা উপস্থিত ছিলেন।