আজ-  ,


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নতুন মেইলিং প্ল্যাটফর্মে যোগদান প্রসঙ্গে «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» সেলাই মেশিন বিতরণ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী «» ফাঁদ পেতে ভিডিও ও ছবি ভাইরাল করার হুমকি : নগদ টাকা আদায় «» রাত পোহালেই দ্বিতীয় ধাপে রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে  «» কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» গুর্খা পুলিশ বাহিনীর নির্মম গুলিতে হাজার হাজার চা-শ্রমিক হতাহতের ঐতিহাসিক দিন «» কমলগঞ্জে প্রতিপক্ষের হামলার শিকার আব্দুল মুমিন মিয়ার অবস্থার অবনতি «» শোক সংবাদ॥ ইফতেখার হোসেন আহমেদ (মাসুক) ॥ «» লন্ডনে প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে কৃষিমন্ত্রীর সাথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর

মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের ক্যম্পেইন শুরু করেছেন

৩৪৯.৬৩ বর্গ কিঃ মিঃ আয়তন নিয়ে এই উপজেলা গঠিত। এই উপজেলার মোট জনসংখ্যা হল ২,৩২,৬৬৬ জন।
আগামী ২১ মে রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস চেয়ারম্যান ৯মহিলা) পদে ৪জন অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন । রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও সাবেক থানা ছাত্র লীগের সভাপতি মোঃ শাহজাহান খাঁন কাপ পিরিছ মার্কা নিয়ে আবারও প্রার্থী হয়েছেন। তিনি জানিয়েছেন বিগত পাঁচ বছরে তিনি রাজনগরে প্রায় ১৮ কোঠি টাকার কাজ সম্পন্ন করেছেন । তিনি বলেন, আমি আশা করি ২০১৯ সালের মত জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করবে। উল্লেখ্য ২০১৯ সালে তিনি ২৭৩৭৬ টি ভোট পেয়ে সাবেক থানা আওয়ামী লীগের প্রবীণ দুই নেতাকে প্রায় ৬ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এটি রাজনগরবাসীর জন্য অনেক বেশি আনন্দের সংবাদ হিসেবে দেখছেন তার সমর্থক গোষ্ঠী । এ ছাড়া সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান আহমদ বিলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজমুল হক, সাবেক জেলা পরিষদের সদস্য রওনক আহমেদ প্রমুখ । রাজনগর উপজেলা ঐতিহ্যবাহী একটি এলাকা। রাজা সুবিদ নারায়ণের দেশ ছিল রাজনগর । তাই এই এলাকা অনেক ইতিহাস সাক্ষ্য হয়ে আছে। ঢাকা বিশবিদ্যলয়ের প্রথম ছাত্রী ছিলেন পাঁচগাও এর লীলা নাগ । দেওয়ান আব্দুল বাছিত পাকিস্তান আমলের শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং বিখ্যাত অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান সাহেবের বাড়ি ও এই থানায় । তাই কথায় আছে এই এলাকায় যিনি নির্বাচিত হবেন তার থাকতে হবে ক্লিন ইমেজ। রাজনগরের মাটি ও মানুষের সাথে থাকতে হবে হৃদিক সম্পর্ক। এদিক দিয়ে সর্বজন স্বীকৃত শাহজাহান সাহেব সবার এগিয়ে । তিনি বিলেতের আরাম আয়েশের জীবন ও বউ বাচ্চা রেখে বাংলাদেশে অবস্হান করছেন রাজনগরের উন্নয়নের জন্য এবং তিনি বাংলাদেশে চেয়ারম্যান হওয়ার পর বিলেতে চলে যান নি। তিনি তার কথা রেখেছেন এতে তার অনেক অর্থনৈতিক ক্ষতিও হয়েছে । তবুও এই এলাকার মানুষের সাথে বেইমানি করেননি । এ কারণে তাকে ভোট দিয়ে জয়লাভ করানো এই এলাকার মানুষের একটি নৈতিক দায়িত্ব বলেও অনেকে অভিমত দিয়েছেন । তিনি এখানকার মানুষের কথা চিন্তা করে নিজের অনেক স্বার্থ ত্যাগ করেছেন বলেও অনেক প্রমাণ আছে । যদিও তিনি সরকারি দলের লোক কিন্তু সরকারি সহযোগিতা তিনি চাহিদামত নিতে পারেননি । কারণ তিনি সরকার মনোনীত প্রার্থী ছিলেন না বলে। তবু ও একজন সাধারণ চেয়ারম্যান হিসেবে যা বরাদ্ধ মিলে তা দিয়ে এবং তার ব্যক্তিগত ধনসম্পদ দিয়ে তিনি অনেক উন্নয়ন করেছেন এবং করছেন । তিনি একজন সালিশ ব্যক্তিত্ব । তাই তার আমলে এই উপজেলাতে মামলা ও হামলা অনেক কমে গিয়েছিল। তাকে সবাই এক নামে চিনে এবং সম্মান করে তাই তার কারো সহযোগিতার দরকার হয়না । এছাড়া বর্তমান সংসদ সদস্য জিল্লুর রহমান সাহেব এর সাথে তার অনেক ভালো সম্পর্ক রয়েছে বলে উন্নয়ন ও প্রশাসনিক কাজ করা তার জন্য অনেক সহজ হবে বলে গুণীজন মনে করেন । এছাড়া এমপি সাহেবও উনাকে ছাড়া কিছু করেন না । তাই অনেকে উনাকে এমপি সাহেবের বিকল্প হিসেবেও ভাবতে শুরু করেছেন। তিনি মানুষের সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন। এটা তার ভালো গুণ বলে এলাকার লোকজন মনে করেন ।নিজে প্রবাসী হওয়াতে প্রবাসীদের সমস্যা নিজে জানেন তাই এর সুষ্ঠু সমাধান ও করে দিয়েছেন নিজের দক্ষটা diye । তিনি আবার ও এসেছেন জনগণকে কিছু দিতে, তাই এখন এই এলাকার লোকজনকে তার পাশে থাকতে হবে নিজের মানুষ মনে করে । শাহজাহান সাহেব উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মানুষের খুব কাছাকাছি যেতে পেরেছেন তাই তার কাজের জন্য অনেকে দলমত নির্বিশেষে তাকেই সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে তবে তার শুভাকাঙ্ক্ষীদের বসে থাকলে হবে না কারণ বর্তমান সরকারি দলের একটা অংশ তার বিরুদ্ধে কাজ করছে বলে মানুষ হাট বাজারে কথা বলছে । রাজনগরের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রেই রয়েছে তার ছোয়া । আর্ত মানবতার সেবায় তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন সেই ছাত্র জীবন থেকেই তাই তিনি একজন মানবতার আদর্শ ফেরিওয়ালা বলা যায়। করোনা কালীন সময়ে তিনি সরকারি সহযোগিতার পাশাপাশি প্রবাসীদের সহযোগিতা নিয়েও তার উপজেলার রোগীদের জন্য অতিরিক্ত অক্সিজেন এর ব্যবস্হা করে ছিলেন। এটিই প্রমাণ করে মানুষের প্রতি তার কত ভালোবাসা। এই সময়ে অনেক জনপ্রতিনিধি ঘরে বসে থাকলেও তিনি বাড়িতে বাড়িতে গিয়ে আক্রান্তদের খবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন বলেও অনেক প্রমাণ আছে । আগুনে পুড়ে যাওয়া বাড়িতে গিয়েও তাকে সাহায্য সহযোগিতা করতে দেখা যায়। রাজনগরের উপজেলায় তার মতো একজন ক্লিন ইমেজের ভালো মানুষের সবসময় দরকার। তাই আসুন আবারও মোঃ শাহজাহান খাঁনকে রাজনগরের উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচনে ভোট diye কাপ পিরিস মার্কার বিজয় নিশ্চিত করি । লেখক ঃ ড.আজিজুল আম্বিয়া , কলাম লেখক ও গবেষক। Email : azaizul.ambya@yahoo.co.uk