আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

পশ্চিমবঙ্গ মালদা গাঙচিলের উদ্যোগে বিশ্বকবির জন্মদিন পালন

খান আখতার হোসেনঃ

ভারতের পশ্চিমবঙ্গের মালদা গাঙচিলের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (৮ মে) ২৫শে বৈশাখ বিশ্ব কবিকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবসে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মালদা শাখার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তীতে কবির প্রতিমূর্তিতে মাল্যদান, গান, আবৃত্তি, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালায় কবি, শিল্পী, সাহিত্যিক ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মালদা শাখার সদস্যদের মধ্যে সভাপতি আব্দুল মালেক, সম্পাদক শ্রী প্রবীর বোস, সহ-সভাপতি ইফতিখার সফি, ব্যবস্থাপক শ্রী প্রকাশ সাহা, সাংস্কৃতিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাঠিয়ার, শ্রী মনোময় মুখার্জী, শ্রীমতি ডালিয়া বিশ্বাস, শ্রীমতি ছবি কর্মকার, শ্রীমতি চন্দা সাহা, শ্রীমতি বিথী রায়, শ্রীমতি শিবানী কর্মকার, শ্রীমতি মৌমিতা দাস, শ্রী রুদ্রনীল রায়, শ্রী সুপ্রিয় ঘোষ, মাস্টার আদিত্য সাঠিয়ার, শ্রীমতি জুলি মন্ডল, শ্রী তাপস রায়, শ্রীমতি কুমারী অন্যেষা মন্ডল, শ্রী সাধন সরকার প্রমুখ অংশগ্রহণ করেন।
অনুলিখনঃ স’লিপক।