আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী

জালালুর রহমান, স্টাফ রিপোর্টার:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২৪ ইং এর ১ম থাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন (৮মে) বোধবার কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে টানা ৮ ঘন্টা ভোট গ্রহণ চলমান ছিলো। ভোটাররা আনন্দঘণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ) প্রতীক ১৯৯১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান এম এ মোঈদ ফারুখ (আনারস) প্রতীক তিনি পেয়েছেন ১৫১৮৮ ভোট। এছাড়াও আমেরিকা প্রবাসী কবির উদ্দিন দোয়াত কলম প্রতিকে তিনি পেয়েছেন ১২৩৬৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম  (ফুটবল) প্রতীক ২৯৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (প্রজাপতি) প্রতীক তিনি পেয়েছেন ১৯৭৭৯ ভোট।

এ ব্যাপার জানতে চাইলে,উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।