আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী।

বুধবার (৮ মে) বিকালে শমশেরনগরস্থ শিবলী আহমেদ চৌধুরীর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার বাবা প্রয়াত ডাক্তার আবু মোতাহের চৌধুরী ও মা প্রয়াত আলম আরা চৌধুরীর নামে উপহারসরূপ শমশেরনগর হাসপাতাল কমিটির কাছে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল আহমদ।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শমশেরনগর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সুলতানা কামরুন নাহার নাহিদা, বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, দাতা পরিবার সদস্য শিরিন চৌধুরী, শাম্মী নাসরিন চৌধুরী ও জসিম উদ্দিন প্রমুখ।

এসময় হাসপাতাল কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ শমশেরনগরের বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী ২০২২ সালে দুবাই শমশেরনগর ওয়েল ফেয়ার ট্রাস্ট্র আরব আমিরাতের এক সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন তারা ৫ ভাই বোন মিলে শমশেরনগর হাসপাতালে একটি এ্যাম্বুলেন্স দিবেন। তারই ধারাবাহিকতায় আজকে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কমিটির কাছে শিবলী আহমেদ চৌধুরী এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করলেন।