আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

ঘুমিয়ে আছে আপি আমার

ঘুমিয়ে আছে আপি আমার
(শাহাদাতবরণকারী শ্রদ্ধেয় আপু ক্বারীয়া হাজেরা বেগম স্মরণে)
-শামীমা রিতু

রাঙা শাড়ি পরে আপি
করতে গেল স্বামীর ঘর
লাল নীল স্বপ্ন ঘেরা
মিলিয়ে নিয়ে আপন পর।

জ্ঞানেগুণে আপি ছিল
সবকিছুতে সেরা
ছয়টি বোনের নয়নমনি
ভাইয়ের নয়ন তাঁরা।

বাবা মায়ের কলিজা সে
সাতরাজার ধন
তার কাছে যে তুচ্ছ ছিল
যত মানিক রতন।

কাদোঁ কাদোঁ চোখে আপি
যেদিন নিলো বিদায়
জীবন তাহার সপেঁছিল
স্বামীর পাক পায়।

ভাগ্যের বিড়ম্ভনায় আপি
অমানুষের হাতে
এই পৃথিবী ছেড়ে যায়
যৌতুকের অজুহাতে।

মাঝরাতে কেঁদে উঠে
বাবা মায়ের বুক
সারা জীবনে শেষ হবে না
ভাই বোনের শোক।

দীর্ঘদিনেও হয়নি বিচার
সেসব নরপশুর
যৌতুক নিবে আর কত প্রাণ
তারা মানুষ নামের অসুর!

ঘুমিয়ে আছে আপি আমার
নীরব কবর দেশে
শহীদের মর্যাদায় খোদা
দিও জান্নাতুল ফেরদৌসে।
রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২, মৌলভীবাজার।