আজ-  ,


সময় শিরোনাম:
«» উপজেলা নির্বাচন  – উচ্চ আদালতে তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ- সমর্থকদের মাঝে উৎসবের আমেজ  «» মৌলভীবাজার পৌরসভা জাতীয় পরিবেশ পদক পাচ্ছে- পদক গ্রহণ করবেন মেয়র ফজলুর রহমান   «» নওগাঁয়  চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার  «» বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠান    «» শ্রীমঙ্গলে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের ফুটবল প্রতিযোগিতা «» অর্গ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত ড. তোজাম্মেল টনি হক এমবিই আর নেই «» মোঃ শাহজাহান খাঁন রাজনগরকে স্মার্ট থানায় রূপান্তর «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» মৌলভীবাজারের জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী «» কমলগঞ্জে অগ্নিকা-ে চা দোকানীর সর্বস্ব পুড়ে ছাই

এসো কল্যাণে এসো সমৃদ্ধির পথে

এসো কল্যাণে এসো সমৃদ্ধির পথে
-শহীদুল্লাহ আনসারী

একটা সময় সখ্যতার আবাদ ছিল উর্বর মনভূমে
মনের মণিকোঠায়
রাজপথে ঝরে যাওয়া দুখোষ্ণ রক্তকণায় দুর্বিপাক দুঃসংবাদে
কেঁটেছে সূর্য প্রখরদিন কষ্টবিধুর কালোরাত
একান্ত ভালবাসায় নির্ঘাত
মানবাধিকার ও মানবতার কথায় মুখর থেকেছি কখনো বা।

যৌথকন্ঠে সামিল হয়েছি বিজয়োল্লাস
ব্যর্থতার গ্রাস উদ্বেগ উৎকন্ঠায়
সতত সুন্দর প্রত্যাশায় হৃদয়ের ভেতরে রেখে হৃদয়ার্তি
একাঙ্গনে ছিল নিত্য নিবাস দু’জনের এবং আরো অনেকের।
হেঁটেছি অনন্ত পথ দূরাভিলাষী দূরান্বয়ী ইথারের পীঠে চড়ে
ছিল উভয়ের হৃদস্পদন নদীর ভেতরে নদীর ঢেউয়ের মতন।

সেসব কী হয়েছে বিনাশ!
কোন অসুরের অশুভ নিশ্বাস
নিয়েছে কেড়ে
কে আসে তেড়ে ষড়যন্ত্রের জাল ফেলে কে রে!
তাতেই কী ঘুরে যাবে হাল ছিঁড়ে যাবে পাল উষঙ্গ-বাতাসে?
না.. এ হতে পারে না
মিথ্যে তো নয় বিশ্ব বিধাতার কল্যানি ইংগিত।

এসো হে বন্ধু মজবুত বন্ধনে ধরো এই হাত
আসোক ঝড়-ঝঞ্ঝা অগ্নোতপাত নিকষকালো রাত
ঘোচাব সব কালো
আলো জ্বেলে যাব অগ্নিমশাল জ্যোতির্ময়তয়
ভূলে যাব হিংসা বিদ্বেষ গঁড়ে দেব সোনার বাংলাদেশ।

আরো মসৃন হোক প্রগতি-সরণি
সুখ সমৃদ্ধির মহী-সোপান ওই তো অপেক্ষমান
নিশ্চয়ই কাঁটবে মরিচীকা অশুভ আচ্ছাদন।
এসো বোন ভাই ভেসে যাই শাস্বত-সুন্দর আয়োজনে
পা রাখি উনয়নের মহাসড়কে
এসো কল্যাণে এসো সমৃদ্ধির পথে।