আজ-  ,


সময় শিরোনাম:
«» রাজনগরে কদমহাটা শ্রী শ্রী কালীবাড়ির পুনঃনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আআদমদিঘিতে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত «» সান্তাহারে মহান মে দিবস পালিত «» মজুরি দাসত্ব উচ্ছেদের সংগ্রামকে বেগবান করার দৃপ্ত প্রত্যয়ে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন «» নওগাঁ পত্নীতলায় মহান মে দিবস পালিত «» বগুড়ায় জেলা শ্রমিক লীগের মে দিবস পালন «» মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত «» মৌলভীবাজারে সাঁতার প্রশিক্ষণ শুরু

বৃটেনের কার্ডিফে পবিত্র হজ্বেব্রতের ফজিলত ও আমাদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের নিয়ম ও সঠিক আক্বিদা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারী) বৃটেনের ওয়েলসস্থ কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর সভাপতিত্বে সেমিনারে পবিত্র হজ্বব্রত নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি মাওলানা গোলাম কিবরিয়া।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় মিডিয়া ব্যাক্তিত্ব ফারহান মাসুদ খান, আল-হারামাইন ট্রেভেলস এর ম্যানেজিং ডিরেক্টর ব্যবসায়ী নুরুল ইসলাম, আলহাজ্ব আলী আকবর, আব্দুল আহাদ চৌধুরী ও কাপ্তান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হাবিবুর রহমান।
সকলের মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোক্তাদির।

এই প্রশিক্ষণের মাধ্যমে হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে হজ্ব গমনেচ্ছুক ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্ব পালনে সক্ষম হবেন বলে আগতরা অভিমত ব্যক্ত করেন।

পরিশেষে আল-হারামাইন ট্রেভেলস এর ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম এর ব্যবস্থাপনায় মধ্যাহ্ন ভোজনে মজাদার খাবার পরিবেশন করার মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।