আজ-  ,


সময় শিরোনাম:
«» চা-শ্রমিক হত্যা দিবসে শ্রমিক সংঘের মিছিল ও আলোচনা সভা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শ্রীমঙ্গল লইয়ারকুলে হামলার ঘটনায় পিতা-পুত্রের কারাদন্ড «» শ্রীঙ্গলে উপজেলা নির্বাচনে নাগরিক আকাংখা,শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন সমাবেশ। «» Leakage of personal data alarming; Govt. initiatives to safeguard data superficial: TIB «» শ্রীমঙ্গলে হামলা চালিয়ে নতুন সীমানা প্রাচীর ভাঙচুর ও আহতের ঘটনায় সংবাদ সম্মেলন «» বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় : আর্টিকেল নাইনটিন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নতুন মেইলিং প্ল্যাটফর্মে যোগদান প্রসঙ্গে «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» সেলাই মেশিন বিতরণ পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী

নওগাঁয় ১৫ টন সরকারি রেশনের চাল কেনার অপরাধে ১ লাখ টাকা জরিমানা

 ## শিমুল হাসান,, (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় ১৫ টন সরকারি চাল কেনার অপরাধে এনামুল হক ও আলমগীর কবির নামের দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধইল বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। খাদ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির কিছু চাল জয়পুরহাট জেলা থেকে পত্নীতলায় এসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে মধইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই এলাকার চাল ব্যবসায়ী এনামুল হক ও তার ভাই আলমগীর কবিরের গোডাউনে গেলে ১৫ টন চাল সরকারি বস্তায় মজুত পাওয়া যায়। এ অপরাধে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম) প্রতিরোধ আইন, ২০০৩ এর ৬ ধারায় তাদেরকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন জানান  সরকারি বস্তায় চাল ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ওই দুই ব্যবসায়ী জয়পুরহাট পুলিশ লাইনস থেকে রেশনের চাল কিনে মজুত করেছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত হওয়ায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। বিষয়টি নিয়ে জয়পুরহাটের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। রেশনের চাল ব্যবসায়ীদের কাছে এভাবে বিক্রির নিয়ম আছে কি না জানতে চাইলে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে.এম.এ মামুন খান চিশতী বলেন  রেশনের চাল নওগাঁয় ধরা পড়ার তথ্য আমার জানা নেই।